জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ১৬ জানুয়ারি ২০২৪, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

এসপায়ার পার্টি টাওয়ার হ্যামলেটস এর সভা ও নির্বাচন অনুষ্ঠিত

Jagannathpur Times BD
জানুয়ারি ১৬, ২০২৪ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

মুহাম্মদ সালেহ আহমদ:

রাজনৈতিক দল এসপায়ার পার্টি টাওয়ার হ্যামলেটস এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ৭ জানুয়ারী রবিবার পূর্ব লণ্ডনের স্টুয়ারট স্ট্রীটস্থ একটি হলে এ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
সংগঠনের চেয়ারপারসন কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও ট্রেজারার কাউন্সিলার জাহেদ বক্ত চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় দুই বছরের কর্ম তৎপরতার রিপোর্ট ও আর্থিক রিপোর্ট প্রদান করা হয়। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কাউন্সিলার আবু তালহা চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান ,ডেপুটি মেয়র কাউন্সিলার মাইয়ুম মিয়া তালুকদার ,ডেপুটি স্পীকার কাউন্সিলার ব্যারিষ্টার সাইফ উদ্দিন খালেদ, ব্যারিস্টার নাজির আহমদ।
মেয়র লুৎফুর রহমান তাঁর বক্তৃতায় টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উন্নয়নে গৃহীত সকল পদক্ষেপ তুলে ধরে এসপায়ার পার্টির সকল সদস্যসহ বারার জনগণের পূর্ণ সহযোগিতা কামনা করেন। তিনি বন্ধ হয়ে যাওয়া ওয়ান স্টপ শপকে রেসিডেন্ট হাব হিসাবে পুনরায় চালু ,নিয়মিত মেয়রের সার্জারী চালু, প্রাইমারী ও সেকেন্ডারি স্কুলে ফ্রি স্কুল মিল প্রদান, ইউনিভার্সিটি গ্রান্ট চালু ,নতুন পার্কিং পলিসির প্রবর্তন ও হাউজিং সমস্যার সমাধানে চলমান কার্যক্রমের বর্ণনা দেন। মেয়র লুৎফুর রহমান বিগত নির্বাচনে সকলের সক্রিয় সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এসপায়ারের সকল কাউন্সিলারদের জনগণের সেবা প্রদানে আরো সময় দেওয়ার জন্য অনুরোধ জানান।
ডেপুটি মেয়র কাউন্সিলার মাইউম মিয়া তালুকদার এসপায়ার পার্টিকে আরো শক্তিশালী করার জন্য আহ্বান জানান ।
সভায় আলোচনায় অংশ নেন খান জামাল নুরুল ইসলাম ,হাজী মুহাম্মদ হাবীব, একাউন্টেন্ট নাসির উদ্দিন ,সৈয়দ হাসান আব্দুল্লাহ তারেক ,মিসেস শেনালী খান, কাউন্সিলার কবির আহমদ ,কাউন্সিলার কবির হোসেন ,কাউন্সিলার সাইদ আহমদ প্রমুখ।
সভায় সর্ব সম্মতিক্রমে আবারও কালাম মাহমুদ আবুতাহের চৌধুরীকে চেয়ারপারসন, মিসেস শেনালী মিয়াকে জেনারেল সেক্রেটারী ও সৈয়দ হাসান আব্দুল্লাহ তারেককে ট্রেজারার করে এসপায়ার পার্টির ২০২৩-২০২৫ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।