মৌলভীবাজার:
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা প্রশাসন আয়োজিত কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ, রোগীদের মাঝে চেক, শিক্ষার্থীদের মাঝে পিসি বিতরণ ও উপকারভোগীদের মাঝে কার্ড ও খাদ্য শস্য বিতরণ সম্পন্ন হয়েছে ।
শনিবার (১ এপ্রিল ২০২৩) মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা প্রশাসন আয়োজিত, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ সুজাউদৌল্লাহ ও উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি বলেছেন, বিএনপি সরকারের আমলে দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে। তারা আবারো ক্ষমতায় আসলে শায়েখ আব্দুর রহমান ও বাংলা ভাইয়ের মত জঙ্গিবাদের উত্থান হবে। খালেদা জিয়ার সরকার শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে একসাথে ১৩ টি গ্রেনেড নিক্ষেপ করেছে। অগ্নি সন্ত্রাসীরা আবার যাতে কোন অবস্থায় বাংলাদেশের ক্ষমতায় না আসতে পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাসী। প্রধানমন্ত্রী দেশকে নিয়ে দূরদর্শী চিন্তা করেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে। ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দিচ্ছেন। ট্যাব বিতরণের মাধ্যমে বর্তমান প্রজন্ম স্মার্ট ও ডিজিটাল বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।
তিনি আরো বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। সরকার কৃষকদের মাঝে প্রণোদনা সহ সার ও বীজ প্রদান করছে। তাই কৃষকদের কে এক ইঞ্চি জমিও অনাবাদি না রাখার আহ্বান জানান তিনি। এ সময় তিনি আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। এ সময় তিনি ২০৪১ সালের ভিশন বাস্তবায়ন ও দেশের উন্নতির ধারাকে অব্যাহত রাখতে আওয়ামীলীগের বিকল্প নেই বলে জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মাসুক মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, জেলা পরিষদের সদস্য মোঃ বদরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি