জগন্নাথপুর টাইমসবৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি ২০২৪, ৩রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

নিহত স্কুল ছাত্রী সুমাইয়ার পরিবারকে রিক্সা ও অর্থ প্রদান

Jagannathpur Times BD
ফেব্রুয়ারি ১, ২০২৪ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

জুবেল আহমদ সেকেল, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :

সিলেটের বালাগঞ্জের বোয়ালজুর ইউপির বানীগাঁও এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের মেধাবি ছাত্রী দুর্বৃত্তদের হাতে নিহত সুমাইয়ার পরিবারকে ব্যাটারী চালিত একটি অটো রিক্সা ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।  সোমবার বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে বোয়ালজুর ইউনিয়ন পরিষদ হল রুমে প্রবাসী বোয়ালজুর ইউনিয়ন ডেভলাপমেন্ট ট্রাস্ট ইউকের পক্ষ থেকে নিহত সুমাইয়ার ভাইয়ের হাতে রিক্সা ও নগদ অর্থ তুলে দেয়া হয়।

প্রবাসী বোয়ালজুর ইউনিয়ন ডেভলাপমেন্ট ট্রাস্ট ইউকের সভাপতি মোতাহির আলীর সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান মুক্তিদা রঞ্জন দাম চন্দনের সঞ্চালনায় অুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালজুর ইউপি চেয়ারম্যান ও বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট রাজনীতিবীদ আজিজুর রহমান লকুছ, প্রবাসী বোয়ালজুর ইউনিয়ন ডেভলাপমেন্ট ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কিনুমুল ইসলাম, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও এনটিভি ইউরোপের বালাগঞ্জ প্রতিনিধি জুবেল আহমদ সেকেল, প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতি ইউকের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক আব্দুল কাইয়ুম দুলাল, মহিলা ইউপি সদস্য ছায়া বেগম, ইউপি সদস্য কামরুজ্জামান তরুণ, বোয়ালজুরবাজার বনিক সমিতির সভাপতি ও সুমাইয়া সংগ্রাম পরিষদের সভাপতি মুফতি মাহমুদ জায়গীরদার, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সাবেক ছাত্রলীগ নেতা আবরার আহমদ চৌধুরী ও ওলি আহমদ সুমন। অন্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রবাসী বোয়ালজুর ইউনিয়ন ডেভলাপমেন্ট ট্রাস্ট ইউকের ট্রাস্টি আলা উদ্দিন রিপন, সিলেট জেলা যুবলীগ সদস্য সুহেল আহমদ জুবেল, ইউপি সদস্য মাসুক মিয়া, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আতাউর রহমান কাওছার সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্যগণ।

অনুষ্ঠানে ট্রাস্টের পক্ষ থেকে নিহত স্কুল ছাত্রী সুমাইয়ার একমাত্র ভাই ইছকন্দর মিয়ার হাতে নতুন একটি ব্যাটারি চালিত রিক্সা গৃহ নির্মাণের জন্য নগদ ৪৫ হাজার টাকা ও চিকিৎসার জন্য একই ইউপির অসুস্থ মোজাম্মেল মিয়ার হাতে নগদ ২০ হাজার টাকা প্রদান করেন অতিথিরা।

উল্লেখ্য, গত বছরের ২২ মার্চ স্কুলছাত্রী সুমাইয়া বেগম দিনে দুপুরে খুন হয়। সে উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের নুরপুর হেকিম আলী গ্রামের আইন উল্যার মেয়ে। এই দিন বিকাল ৪টায় নুরপুর গ্রামসংলগ্ন একটি খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সুমাইয়া বাণীগাঁও এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ছিল। প্রাইভেট পড়া ও স্কুলে যেতে সকাল ৮টায় সুমাইয়া বাড়িতে থেকে বের হয়। স্কুলে বার্ষিক মিলাদের দাওয়াত থাকায় সুমাইয়ার মা স্কুলে গিয়ে মেয়েকে পাননি। স্কুল ছুটির পরও সে বাড়ি ফেরেনি। বিকাল ৪টার দিকে স্থানীয় লোকজন খালের ওপরে তার স্কুল ব্যাগ ও জুতা দেখতে পেয়ে বাড়িতে খবর দেন। খোঁজাখুঁজি করে ঝোপ-জঙ্গল বেষ্টিত খালের ভিতরে তার লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ নিহত সুমাইয়ার লাশ উদ্ধার করে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।