জগন্নাথপুর টাইমসরবিবার , ২ এপ্রিল ২০২৩, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

আফগানিস্তানে তিনজন ব্রিটিশ ব্যক্তি আটক, আলোচনা চলছে

Jagannathpur Times BD
এপ্রিল ২, ২০২৩ ১:২৬ অপরাহ্ণ
Link Copied!

মুহাম্মদ সালেহ আহমেদ :

ছবিতে — (বাঁয়ে) দাতব্য চিকিৎসক কেভিন কর্নওয়েল (৫৩) এবং (ডানে) তথাকথিত ‘ডেঞ্জার ট্যুরিস্ট’ মাইলস রাউটলেজ (২৩) তালেবানের হাতে বন্দি রয়েছেন।

 

আফগানিস্তানে তালেবানের হাতে তিনজন ব্রিটিশ ব্যক্তি আটক হওয়ার পর ব্রিটিশ সরকার তাদের মুক্তির জন্য আলোচনা করছে।

রবিবার (০২ এপ্রিল, ২০২৩) যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যান  এ কথা বলেছেন।

গণমাধ্যমের প্রতিবেদনে ওই ব্যক্তিদের দাতব্য চিকিৎসক কেভিন কর্নওয়েল (৫৩), কাবুলে সহায়তাকর্মীদের জন্য একটি হোটেলের অজ্ঞাত পরিচয় ব্যবস্থাপক এবং তথাকথিত ‘ডেঞ্জার ট্যুরিস্ট’ মাইলস রাউটলেজ (২৩) হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সুয়েলা ব্র্যাভারম্যান স্কাই নিউজকে বলেছেন, ‘সরকার আলোচনার মধ্যে রয়েছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কঠোর পরিশ্রম করছে।’

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আমরা আফগানিস্তানে আটক ব্রিটিশ নাগরিকদের সঙ্গে যোগাযোগ করার জন্য কঠোর পরিশ্রম এবং তাদের পরিবারকে সহায়তা করছি।’

এদিকে অলাভজনক সংস্থা প্রেসিডিয়াম নেটওয়ার্ক টুইটারে বলেছেত, তারা ‘দুটি পরিবারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে’। সংস্থার স্কট রিচার্ডস স্কাই নিউজকে বলেন, ‘আমরা বিশ্বাস করি যে তারা সুস্থ আছেন এবং তাদের সঙ্গে ভালো আচরণ করা হচ্ছে।’

 

উল্লেখ্য, গত বছর তালেবান একজন প্রবীণ টিভি ক্যামেরাম্যান এবং আরো চার ব্রিটিশ নাগরিককে ছয় মাস ধরে বন্দি করে রেখেছিল। দুই দেশের মধ্যে পরপর বৈঠকের পর ওই ব্যক্তিদের মুক্তি দেওয়া হয় এবং তাদের নিজ দেশে হস্তান্তর করা হয়।তবে সেই সময় আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ অভিযোগ করেছিলেন, ব্রিটিশরা ‘দেশের আইন ও আফগানিস্তানের জনগণের ঐতিহ্যের বিরুদ্ধে কার্যকলাপ চালাচ্ছে’।  তালেবান ২০২১ সালের আগস্টে ক্ষমতায় ফিরে আসে। এরপর থেকে তাদের নীতি, বিশেষ করে নারীদের প্রতি বিশ্বব্যাপী ক্ষোভের জন্ম দিয়েছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় তালেবান কর্তৃপক্ষের হাতে আটক হওয়ার সম্ভাবনাসহ সংশ্লিষ্ট নিরাপত্তা ঝুঁকির কারণে দেশটির নাগরিকদের আফগানিস্তানে ভ্রমণ না করতে পরামর্শ দিয়ে চলেছে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।