জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ২১তম বৃত্তি প্রদান সম্পন্ন

Jagannathpur Times BD
ফেব্রুয়ারি ৬, ২০২৪ ৯:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

 

রিয়াজ রহমান :

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন,বাংলাদেশ এখন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশ বদলে গেছে এখন আর আগের বাংলাদেশ নেই। শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঘরে ঘরে বিদ্যুৎ গ্রামে গ্রামে স্বাস্থ্যসেবা,শিক্ষা, যোগাযোগসহ সার্বিকক্ষেত্রে অসামান্য অবদান অর্জন করে স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করেছি । আর তা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারনে।(৫ ফেব্রুয়ারী)সোমবার দুপুরে জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের পাটলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ২১তম বৃত্তি বিতরণী উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

তিনি আরো বলেন, প্রবাসীরা শিক্ষা ও দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখছেন। আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সবাই মিলে পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সে দিন আর বেশী দুরে নয় বাংলাদেশের আজকের প্রজন্ম লন্ডনের চেয়েও বেশী সুযোগ সুবিধা পাবে। তিনি আরো বলেন,স্বাধীনতা সংগ্রামে যুক্তরাজ্য প্রবাসীরা বিশেষ অবদান রেখেছেন এখন দেশের অগ্রগতিতেও অবদান রাখছেন।তাই আমরা প্রবাসীদের গুত্বত্ব দিয়ে তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করেতে কাজ করছি। তিনি যুক্তরাজ্য প্রবাসী জগন্নাথপুর বাসীকে ট্রাস্টের মাধ্যমে ২১ বছর ধরে বৃত্তি বিতরন করে যাওয়ায় ধন্যবাদ জানান।

ট্রাস্টের চেয়ারম্যান আবদাল মিয়া এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহ এম এম আর কোরেশী শিপন পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের প্রধান উপদেষ্টা সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম,জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বাশিরুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী রেজাউল করিম রিজু, সিনিয়র ট্রাস্টি এম এ কাদির, তাহের কামালী,হাসনাত আহমদ চুনু,সিতাব খান,ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, ট্রাস্টি সালমান খালেদ চৌধুরী, ট্রাস্টের সাবেক ট্রেজারার আব্দুস শহীদ, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
ট্রাস্টি রফিক মিয়া, আব্দুস শহীদ,পাবেল কাদের চৌধুরী, আশিক চৌধুরী, আবদুল মছব্বির,আবু ইয়াসিন সুমন,সাদেকুর রহমান কুরেশী,আব্দুস ছত্তার,আব্দুল ওয়াহিদ। নাঈম উদ্দিন প্রধান এর কোরআন তেলোয়াত ও অনয় পালের গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠিত সভায় উপস্হিত ছিলেন বক্তব্য রাখেন জগন্নাথপুর বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রেজারার আনোয়ার আলী, ট্রাস্টি সামছুল ইসলাম,হাফিজুর রহমান, রিসোর্স সেন্টারের প্রধান কম্পিউটার প্রশিক্ষক রাশিদ আহমদ চৌধুরী,মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সাব্বির আহমদ,মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি ডঃমঈনুল ইসলাম পারভেজ, উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিনা খানম,পাটলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির উদ্দিন আহমদ প্রমূখ।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীদের মধ্যে ২৫ লাখ টাকার বৃত্তি বিতরণ করা হয়। এছাড়া ও ট্রাস্টের রিসোর্স সেন্টারে কম্পিউটার প্রশিক্ষন নেওয়া ২৮০ শিক্ষার্থীর মধ্যে সনদ বিতরন করা হয়।

এ সময় উপজেলারআবিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক ও ছাত্র ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের নেতৃবৃন্দ বক্তব্যে সকলের সহযোগীতা কামনা করে বলেন,আমরা ট্রাস্টের মাধ্যমে হাজার হাজার শিক্ষার্থীদেরকে বৃত্তি দিয়ে উৎসাহ দিয়েছি।

আগামীতে ও এ ধারা অব্যাহত থাকবে। আমরা বৃত্তি বিতরনের পাশাপাশি জগন্নাথপুরে পৌর শহরে আমাদের রিসোর্স সেন্টারের কম্পিউটার প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ লোক তৈরী করছি।

জগন্নাথপুরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি।এই স্বপ্নের বাস্তবায়নে এই ট্রাস্ট কাজ করছে। আমরা যারা প্রবাসে থাকি দেশের জন্য আমাদের মন সবসময় কাঁদে তাই মাতৃ ভূমির টানে বার বার ছুটে আসি।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।