জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুরে বিবিয়ানা গ্যাস ফিল্ডের কার্যক্রম বন্ধের দাবীতে প্রতিবাদ সভা

Jagannathpur Times BD
ফেব্রুয়ারি ৬, ২০২৪ ৯:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

 

রিয়াজ রহমান :

বিবিয়ানা গ্যাস ফিল্ড থেকে সৃষ্ট ঘন ঘন কৃত্রিম ভূমিকম্পে কম্পিত হওয়ায় প্রতিবাদে গ্যাস ফিল্ডের কার্যক্রম বন্ধের দাবীতে জগন্নাথপুরের ফেছী বাজারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ফেছী বাজারে শত শত লোকজনের অংশ গ্রহনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সৈয়দ মাওলানা আব্দুর রহমান জুয়েল সভাপতিত্বে ও  মুজিবুর রহমান মুরাদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, হাজী ছালিক মিয়া, আব্দুল মান্নান মুহিন, মুজিবুর রহমান, দুদু মিয়া, মশহুদ আহমদ, হাফিজ খান, সাবেক মেম্বার দুরুদ মিয়া , আবু খালেদ লেবু, আল আমিন লিটন, শাহজাহান মিয়া, আবু সাঈদ, মুহিম খান, হরুপ খান, ইউসুছ মিয়া, জিতু মিয়া, কামরুজ্জামান, আবু বক্কর, জিতু মিয়া, সেজু মিয়া, মাখন মিয়া, মিজানুর রহমান আরজু, আক্কাস মিয়া, সুরত মিয়া, আবু বক্কর, আরজু মিয়া, ইন্তাজ মিয়া প্রমূখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জগন্নাথপুর উপজেলার সীমান্তবর্তী নবীগঞ্জ উপজেলায় শেভরন নামের কোম্পানি অর্থায়নে পরিচালিত হচ্ছে বিবিয়ানা গ্যাসক্ষেত্র। গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত গ্যাসক্ষেত্র এলাকার আশপাশে প্রতিদিন ৩/৪বার বিকট শব্দ ও অতিরিক্ত কাঁপুনি হয়।  এতে মাটি কেঁপে বাড়ি ঘর ও মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানে ফাটল ধরেছে। বিষয়টি একাধিকবার জানানো হলেও বিবিয়ানা কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি।

উল্লেখ্য  হবিগঞ্জ জেলার নবীগঞ্জের বিবিয়ানা গ্যাসফিল্ড এলাকায় এই ঘটনায় দুই শতাধিক বাড়িঘরে ফাটল দেখা দিয়েছে। এ কারণে এর কার্যক্রম বন্ধের দাবিতে শনিবার রাতে দেশের অন্যতম বড় এই গ্যাসক্ষেত্র ঘেরাও করে এলাকাবাসী। পরে সংসদ সদস্যের আশ্বাসে ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করা হয়। বাড়ি ঘরে ফাটল দেখা দেওয়ার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত গ্যাসক্ষেত্র এলাকায় প্রতিদিন তিন-চারবার বিকট শব্দ ও অতিরিক্ত কাঁপুনি হয়। তাতে মাটি কেঁপে ফাটল ধরেছে ইনাতগঞ্জ ও দীঘলবাক ইউনিয়নের ও জগন্নাথপুর উপজেলার আশারকান্দি এবং পাইলগাঁ ইউনিয়নের ২০ গ্রামের দুই শতাধিক ঘর বাড়িতে।

এ অবস্থায় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কায় দিন কাটছে স্থানীয়দের। এমতাবস্থায় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী বিবিয়ানা গ্যাসফিল্ডের কার্যক্রম বন্ধ করার দাবি জানায় স্থানীয়রা।

খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল- বশিরুল ইসলাম ও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি আমিনুল ইসলাম, আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব খান জগন্নাথপুর উপজেলার ক্ষতিগস্হ এলাকা পরিদর্শন করেছেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।