লন্ডন থেকে – মির্জা আবুল কাসেম
পূর্ব লন্ডনে ব্রিটিশ বাংলাদেশী সাংবাদিক বৃন্দ আয়োজিত বিশ্ব ভালবাসা দিবসে নিরিহ নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে ব্যতিক্রমি প্রতিবাধ সভা অনুষ্টিত হয়েছে।
১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে ব্রিটিশ বাংলাদেশী সাংবাদিক বৃন্দের আয়োজনে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে অনুষ্টিত হল ফিলিস্তিনিদের পক্ষে এক প্রতিবাধ সভা।
মোস্তাফিজুর রহমান বেলাল এর পরিচালনায় ও বিশিষ্ট সাংবাদিক সৈয়দ নাহাস পাশার সভাপতিতে প্রতিবাধ সভায় বকতারা ইসরাইল কতৃক নিরিহ ফিলিস্তিনিদের উপর বর্বর হামলার তিব্র নিন্দা জ্ঞাপন করেন, বকতারা বিশ্ব নেতাদের উদ্যেশে বলেন তারা যেন অতিশিগগিরই ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্তান নেন।
সভাপতির বকতব্যে বিশিস্ট সাংবাদিক সৈয়দ নাহাস পাশা বলেন, সাংবাদিকরা সব সময়ই ঝুকির মধ্যে থাকেন বিগত চার মাসে ইসরাইলী হামলায় ফিলিস্তিনে ৮৫ জন সাংবাদিক মারা যান।
এই নির্মম গনহত্যা বন্ধ করার জন্য বিশ্ব নেতাদের এগিয়ে আসার দাবী জানান. বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে ফিলিস্তিনের অসহায় মানুষদের প্রতি তার ভালবাসা প্রকাশ করে আশা করেন বিশ্ব নেতারা যে কোন মুল্যে ফিলিস্তিনে শান্তি প্রতিষ্টা করবেন।
আনসার আহমেদ উল্লাহ তার বকতব্যে ফিলিস্তিনের সাধারন জনগন ও সাংবাদিকদের প্রতি ভালবাসা জানিয়ে বলেন ইসরাইলী হামলায় গাজায় স্কুল কলেজ মসজিদ ,শিশু মহিলা কেউই রক্ষা পাচ্ছে না,এ নির্যাতন বন্ধ করতেই হবে।
আহাদ চৌধুরী বাবু তার বকতব্যে সাংবাদিক মোস্তাফিজুর রহমান বেলাল ও আনসার আহমেদ উল্লাহের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন সুন্দর এ প্রতিবাদ সভার আয়োজন করার জন্য।
তিনি ফিলিস্তিনী জনগনের প্রতি ভালবাসা ভালবাসা জানিয়ে অনতিবিলম্বে গাজায় এবং ফিলিস্তিনে ইসরাইলী হামলা বন্ধের দাবী জানান।
বিশ্ব ভালবাসা দিবসে ফিলিস্তিনী নির্যাতিত জনগনের প্রতি গভীর ভালবাসা জানিয়ে বিশিস্ট সাংবাদিকদের মধ্যে আরো বক্তব্য রাখেন , লন্ডন বাংলা প্রেস ক্লাব সহ সাধারন সম্পাদক রেজাউল করিম মৃধা, বদরুজজামান বাবুল ,সাংবাদিক মোসলে উদ্দিন আহমেদ, সাংবাদিক গোলাম মোহাম্মদ কিনু, রিপোরটাস ইউনিটির কোষাদক্ষ সাংবাদিক সালেহ আহমেদ, রুমি হক ,সাংবাদিক আরিয়ান খাঁন, সাংবাদিক খালেদ মাছুম রনি , সাংবাদিক আব্দুল হামিদ টিপু , সাংবাদিক বাতিরুল হক সরদার, সাংবাদিক এখলাছুর রহমান পাক্কু সহ আরো সাংবাদিক বৃন্দ।