জগন্নাথপুর টাইমসশনিবার , ২ মার্চ ২০২৪, ৩রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের অমর একুশে উদযাপন

Jagannathpur Times BD
মার্চ ২, ২০২৪ ১০:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

মুহাম্মদ সালেহ আহমেদ :

সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে গত ২৬ ফেব্রুয়ারি সোমবার পূর্ব লন্ডনের একটি ভেন্যুতে আয়োজন করা হয়। অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শাহীন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুক আহমেদের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন লুৎফুর রহমান বিন নূরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ুম মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্ঠা আতাউর রহমান, উপদেষ্ঠা আমির উদ্দিন মাষ্টার, আশিক চৌধুরী, ইঞ্জিনিয়ার হাবীবুর রহমান মিল্লিক, শেখ ফারুক আহমদ, ড. রোয়াব উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক নিয়াজুল ইসলাম চৌধুরী, সহ সভাপতি শিশু মিয়া, নাসির উদ্দিন, আনসার আহমদ, বদর উদ্দিন, ফারুক মিয়া জিল্লু, কোষাধ্যক্ষ আবু ইয়াসিন সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, সরফরাজ জুবের, আলী আহমদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, আসাদুজ্জামান, রহিম উদ্দিন, ইমরানুল হক, সৈয়দ আলফু মিয়া সহ অনেকে। আলোচনা অনুষ্ঠানে বক্তারা ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারা বলেন, বায়ান্নের ভাষা আন্দোলনের মাধ্যমেই বাঙালির স্বাধীনতা সংগ্রামের শুরু হয়। যার ধারাবাহিকতায় ১৯৭১ সালে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করে। বক্তারা বাংলাদেশের সর্বস্তরে বাংলা ভাষা প্রবর্তনের দাবী জানান। সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।