জগন্নাথপুর টাইমসশুক্রবার , ৮ মার্চ ২০২৪, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুরে শ্রীরামসি হাইস্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

Jagannathpur Times BD
মার্চ ৮, ২০২৪ ১০:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

 

নিজস্ব প্রতিবেদক :
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের মুক্তি যুদ্ধের স্মৃতি বিজড়িত শ্রীরামসি হাইস্কুল অ্যান্ড কলেজের ৬৯ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

বৃহস্পতিবার (০৭মার্চ) বিদ্যালয়ের মাঠে সকাল সাড়ে ৮ টায় ৬৯ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি শ্রীরামসি হাইস্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মোঃ আহবাব হোসেন।

শ্রীরামসি হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাজের আলীর সভাপতিত্বে প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য, শিক্ষক অভিভাবক সহ বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

পরে এসএসসি পরীক্ষার্থী ও একাদশ, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী,এবং স্হানীয় যুবকদের মধ্যে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা, দলীয় প্রতিযোগিতা,এবং হাইস্কুল অ্যান্ড কলেজ, প্রাথমিক বিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ইভেন্টে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিকেল সাড়ে তিনটায় প্রতিষ্ঠানের ক্যাম্পাসে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম বলেছেন শিক্ষার্জনের পাশাপাশি খেলাধূলার প্রতি শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন আমাদের জ্ঞান-বিজ্ঞানের চর্চা শৈশব থেকেই করতে হবে। প্রযুক্তিতে আমাদের দক্ষ হতেই হবে। মনে রাখবে, নিজেদেরকে স্মার্ট যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলতে হবে। তোমাদের হাত ধরেই বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে পরিণত হবে।

শ্রীরামসি হাইস্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মোঃ আহবাব হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন শ্রীরামসি হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাজের আলী।

প্রভাষক নুর মোহাম্মদ জুয়েলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুল হক শেরিন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি হাজি আব্দুল কাইয়ুম মশাহিদ, শ্রীরামসি হাইস্কুল এন্ড কলেজ গভর্নিংবডির সদস্য গোলাম রব্বানী, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল মিয়া,শিক্ষার্থীর অভিভাবক নজরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আকমল হোসেনের সন্তান শিক্ষানুরাগী মুনতাকিম হোসেন সহ আরও অনেকে।

এসময় আমেরিকা প্রবাসী আব্দুল মছব্বির,শ্রীরামসি হাইস্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির সদস্য হিরণ মিয়া, আকুল মিয়া,প্রভাষক তামান্না শারমিন চৌধুরী,মোঃ জুয়েল মিয়া,জহোরা বেগম,আব্দুল আউয়াল,ফাহমিদা খানম,শ্রীরামসি হাইস্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ আলকাছুর রহমান আকন্দ,প্রভাষক আশিকুজ্জামান,প্রভাষক আবু সুফিয়ান,প্রভাষক শাহিন ইসলাম,প্রভাষক শেখ রেবেকা সুলতানা,সিনিয়র শিক্ষক

সুরুজ্জামান,সিনিয়র শিক্ষক আশরাফ-উজ্জামান,সহকারী শিক্ষক হারুন অর রশীদ,সহকারী শিক্ষক মাওলানা জামাল উদ্দিন, মোখলেসুর রহমান,আশরাফুল আলম,জাফর আলম,জহিরুল ইসলাম,অফিস সহকারী সাইফুল ইসলাম, চতুর্থ শ্রেণীর কর্মচারী শেফালী রানী নমশুদ্র,রনজিত সরকার,মামুনুর রশীদ,জ্যোতি রানী কর,সিতি লাল বিশ্বাস সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে শ্রীরামসি হাইস্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম, ও মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুল হক শেরিন কে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।