মুহাম্মদ সালেহ আহমদ :
ভাইরাল সিলেটি আঞ্চলিক বিয়ের গান “কন্যা বিদায়” এর পর আসছে ঈদের আরেকটি ধামাকা মিউজিক ভিডিও “লন্ডনী দামান”
সম্প্রতি সিলেটি আঞ্চলিক বিয়ের গান “লন্ডনী দামান”এর মিউজিক ভিডিওর শ্যুটিং সিলেটের একটি দৃষ্টি নন্দন স্থানে শেষ হয়েছে ।
পুরো টিম” লন্ডনী দামান-এর শুটিং নিয়ে ব্যাস্ত ছিলেন সারা দিন l এটি পরিচালনা করেছেন সিলেটের জনপ্রিয় মিউজিক ভিডিও পরিচালক সোহেল আহমেদ।এই গানের শিল্পী আলী ইনছান মৃধা।
গান রচনা করেছেন স্বনামধন্য যুক্তরাজ্য প্রবাসী গীতিকার সাধক শেখ মোফাজ্জল হোসেন । মিউজিক করেছেন সুদীপ চক্রবর্তী l
মিউজিক ভিডিওতে মডেলিং করেছেন সোশ্যাল মিডিয়ার প্রিয় মুখ জয়ন্ত কুমার দাস, জান্নাত জাহান তানিয়া, আনোয়ার হোসেন মিসবাহ, নাজমীন, রুপা, আদিবা জান্নাত, নীলা চৌধুরী, মিতালী, সুজাত আলমসহ আরো অনেকে।
ডিওপি ছিলেন জাবেদ আহমেদ, মেকআপে ছিলেন আবীর, ডান্স কোরিওগ্রাফিতে মুরাদ, ইভেন্ট ম্যানেজমেন্টে সিলেট লাইটিং।
এই মিউজিক ভিডিওতে পরিচালকের চমৎকার ও নিপুন পরিচালনায় গানের সাথে মিলিয়ে আবহমান বাংলার পারিবারিক বিয়ের আয়োজনকে তুলে ধরা হয়েছে ।
এ প্রসঙ্গে পরিচালক সোহেল আহমেদ-জানান “এটি ঈদে ধামাকা হয়ে আসছে ইনশাআল্লাহ l যেহেতু গানটি লিখেছেন প্রিয় গীতি কবি সাধক শেখ মোফাজ্জল হোসেন, সেহেতু হাস্যরসতো থাকবেই l তাছাড়া পারিবারিক বিয়ের বিভিন্ন দৃশ্য ফুটে উঠেছে এই ভিডিওতে যা দর্শক ও শ্রোতাদের মনে থাকবে আজীবন l
গানটিতে শিল্পী আলী ইনছান মৃধার চমৎকার কন্ঠ আরো অসাধারণ করে তুলেছে l তবে গানটির রিলিজ এই মুহূর্তে নয়,এজন্য দর্শক ও শ্রোতাদের ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে ।
গানের গীতিকার সাধক শেখ মোফাজ্জল হোসেনে মুঠোফোন বলেন, এই গানটি নিয়ে এবারও আশাবাদী l এর পূর্বে “কন্যা বিদায়” গানটিতে দর্শক ও শ্রোতাদের বৃহৎ অংশকেই কাঁদিয়েছি, তবে এবার গানটিতে ব্যাতিক্রমধর্মী কিছু মানে হাস্যরস দিতে চেষ্টা করছি l যা সংগীত প্রিয় সকলের ভালো বা মজা লাগবে l গানটিতে শিল্পী,পরিচালক মডেল ও ডান্স কোরিওগ্রাফার প্রত্যেকেরই রয়েছে ব্যাপক অভিজ্ঞতা l সকলের প্রতি ভালোবাসা রইলো l
“লন্ডনী দামান”গানটি আসছে ঈদ-উল-ফিতরে সুর সাগর মিডিয়া (Sur Sagar Media ) ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।