জগন্নাথপুর টাইমসবৃহস্পতিবার , ১৪ মার্চ ২০২৪, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

ইংল্যান্ডের ফুটবলার হামজাকে আমরা আনতে চাই- কাজী সালাউদ্দিন

Jagannathpur Times BD
মার্চ ১৪, ২০২৪ ৮:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

স্পোর্টস রিপোর্টার:

হার্টে অস্ত্রোপচারের পর প্রায় তিন মাস পর  বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আসেন সভাপতি কাজী সালাউদ্দিন। নিজের কার্যালয়ে এসে গণমাধ্যম কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আর সেখানেই নানান বিষয়ের পাশাপাশি কথা বলেন দেশের ফুটবলের বর্তমান হট টপিক হামজা চৌধুরীকে নিয়ে।

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ডের ফুটবলার হামজা চৌধুরির লাল-সবুজের জার্সিতে খেলার বিষয়ে। এর মধ্যে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক সমর্থক হামজাকে প্রশ্ন করে বাংলাদেশ দলে খেলার প্রসঙ্গে জবাবে তিনি হাসি দিয়ে সম্মতি দেন। আর তাতেই তাকে নিয়ে চলা আলোচনা আরও জোড়ালো ভাবে শুরু হয়। তাই বাফুফে সভাপতিতে লম্বা সময় পর পেয়ে হামজা চৌধুরীকে নিয়ে তাদের ভাবনা জানতে চাইলে সালাউদ্দিন বলেন, ‘বিষয়টি অত সহজ না (হামজার বাংলাদেশের হয়ে খেলা)। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে সে বা আমরা চাইলেই তো হবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি লাগবে। হামজার ক্লাবকে রাজি হতে হবে, ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের রাজি হতে হবে। বাফুফে থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। হামজাকে আমরা আনতে চাই।’

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।