রিয়াজ রহমান:
সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই দোকানিকে চার হাজার টাকা জরিমানা করেছে।
রবিবার (১৬ মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিনের নেতৃত্বে জগন্নাথপুর বাজারে এই অভিযান চালানো হয়।
অভিযানে স্বাস্থ্য বিধি না মেনে মরছা গুড় বিক্রি করায় মা-বাবার দোয়া গুড়ের দোকানিকে এক হাজার টাকা এবং মূল্য তালিকা ও ট্রেড লাইসেন্স না থাকায় তানভীর স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এই দিকে এই অভিযানকে নাম মাত্র অভিযান উল্লেখ করে অনেক ক্রেতা বলেন যে সব দোকানী নিত্য প্রয়োজনীয় পন্য সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করছে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।