জগন্নাথপুর টাইমসবৃহস্পতিবার , ২১ মার্চ ২০২৪, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

ওসমানীনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ, প্রবাসীকে ফাঁসানোর অপচেষ্টা

Jagannathpur Times BD
মার্চ ২১, ২০২৪ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

 

জুবেল আহমদ সেকেল,
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :

সিলেটের ওসমানীনগরে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় চাচাতো ভাইদের বিরুদ্ধে মামলা দায়ের করায় সাজানো ঘটনা দিয়ে ফাঁসানোর অপচেষ্টার অভিযোগ করেছেন উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের নিজ করনসী গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ইমরান হোসেন গফুর বক্স। গতকাল বৃহস্পতিবার কেলা ২টায় ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিজের চাচাতো ভাই রহিম বক্স ও কাদির বক্সের বিরুদ্ধে এই অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গফুর বক্স অভিযোগ করে বলেন, তিনি দীর্ঘ দিন যুক্তরাজ্যে ছিলেন, যুক্তরাজ্যে থাকাবস্থায় তার ক্রয়কৃত জায়গার একটি টিনসেডের ঘর জোরপূর্বক দখল করে নেয় চাচাতো ভাই রহিম বক্স ও কাদির বক্স। ২০২০ সালে দেশে ফিরে ঘরটির দখল ছেড়ে দিতে বললে বড় অঙ্কের টাকা দাবি করে দখলকারিরা। সামাজিক ভাবে বিষয়টি নিস্পত্তি করার চেষ্ঠা করেও তিনি ব্যর্থ হন।

এই দখলের জেরে তার স্ত্রী ও তিনি পৃথক হামলার শিকার হলে পৃথক দুটি মামলা দায়ের করেন তিনি। মামলা করায় ক্ষিপ্ত হয়ে দখলকারীরা তার মেয়েতুল্য ভাতিজিকে ভিক্টিম করে একটি ঘটনা সাজিয়ে তাকে আইনিভাবে ফাসানো এবং সামাজিকভাবে মানহানী করার অপচেষ্ঠা অব্যাহত রেখেছে। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি।

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।