জগন্নাথপুর টাইমসশুক্রবার , ২২ মার্চ ২০২৪, ৩রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

গাজায় যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব, রাশিয়া-চীনের ভেটো

Jagannathpur Times BD
মার্চ ২২, ২০২৪ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

এস কে এম আশরাফুল হুদা  :

জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু রাশিয়া ও চীনের ভেটোর কারণে প্রস্তাবটি পাস হয়নি।

শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২২ মার্চ) নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে ভেটো দিয়েছে দেশগুলো।

এদিকে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে যুদ্ধবিরতির পক্ষে যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবে ভোট দিয়েছে ১১টি দেশ। আর ভোটদানে বিরত ছিল গায়ানা। রাশিয়া ও চীনের সাথে বিপক্ষে ভোট দেয় আলজেরিয়া।

বিপক্ষে ভোট দিয়ে জাতিসঙ্ঘে আলজেরিয়ার রাষ্ট্রদূত অমর বেন্দজামা বলেছেন যে- খসড়া প্রস্তাব অপর্যাপ্ত ছিল এবং এটি ফিলিস্তিনিদের বিশাল দুর্ভোগ মোকাবেলায় ব্যর্থ হয়েছে।

তিনি কাউন্সিলকে বলেন, ‘যারা বিশ্বাস করে যে- ইসরাইলি দখলকারী ক্ষমতা তার আন্তর্জাতিক আইনী বাধ্যবাধকতা বজায় রাখতে বেছে নেবে তারা ভুল করছে।’

রাষ্ট্রদূত অমর বেন্দজামা আরো বলেন, ‘তাদের এই কল্পকথা অবশ্যয় পরিত্যাগ করতে হবে।’

আবার ভেটো দেয়ার পর এ নিয়ে কথা বলেছেন জাতিসঙ্ঘে নিযুক্ত রাশিয়ার দূত ভাসিলি নেবাঞ্জা। তিনি বলেছেন, এই প্রস্তাব হলো যুক্তরাষ্ট্রের একটি ভণ্ডামি। যেখানে গাজায় প্রথমদিকে ইসরাইলকে থামাতে যুক্তরাষ্ট্র কিছু করেনি। সেখানে তারা এমন সময় যুদ্ধবিরতির কথা বলছে যখন ‘গাজা কার্যত পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। আমরা আমরা এখানে একটি পুরোনো ভণ্ডামির প্রদর্শনী দেখেছি।’

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।