এস কে এম আশরাফুল হুদা :
জিএসসি গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সম্প্রতি পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান। সাধারন সম্পাদক খছরু খানের পরিচালনায় আলোচনা সভায় পবিত্র কোরান থেকে তেলাও্যাত করেন মাওলানা আব্দুল কুদ্দুস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস টেলেভিশনের ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন এন্টার প্রাইজ একাডেমির প্রিন্সিপাল আশিদ আলী , বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিএসসির কেন্দ্রীয় ট্রেজারার সালেহ আহমদ, সাউথ ইস্ট রিজিওনের চেয়ারপার্সন এম এ আজিজ, সাবেক কেন্দ্রীয় সেক্রেটারী মির্জা আছহাব বেগ,সাউথ ওয়েস্ট রিজিওনের চেয়ারপার্সন সৈয়দ আখলাকুল আম্বিয়া রাবেল, জিএসসি ইস্ট মিডল্যান্ড রিজিওনের সেক্রেটারী ফিরোজ খান, কাউন্সিলর সৈয়দা লাভলী চৌধুরী, জিএসসি সাউথ ইস্ট রিজিওনের সাবেক চেয়ারপার্সন আরজু মিয়া এমবিই, কাউন্সিলর ফয়জুর রহমান, বিটিএ সেক্রেটারী কামরান বাছিত চৌধুরী, জেইন মিয়া, নূর বক্স, সাউথ ইস্ট রিজিওনের সেক্রেটারী ফজলুল করীম চৌধুরী, ট্রেজারার সুফী সুহেল আহমদ, সহ সভাপতি এম এ গফুর, ইস্ট লন্ডন শাখার সভাপতি আব্দুল মালিক কুটি, ট্রেজারার মোঃ আবুল মিয়া, খলিল আহমদ কবীর।
এছাড়া উপস্থিত ছিলেন সাউথ ইস্ট রিজিওনের সহ সভাপতি আখলাকুর রহমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিল্লুল হক, ইয়ুথ সেক্রেটারী সালেহ আহমদ,সায়েল আহমদ জাবেদ, আশরাফ চৌধুরী, জগম্বর আলী, খালেদুল কিবরিয়া, আরিফ উদ্দিন, ইকবাল আহমদ, কামরান বেগ, আশিক উদ্দিন, এনামুল হক রুহেল, রাবেয়া পাপিয়া প্রমুখ।
সভায় বক্তারা স্বাধীনতা আন্দোলনে নিহত বীর সেনাদের স্বরণ করেন, লাখো বাংজ্ঞালীর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুনাম অক্ষুন্ন রাখার আহবান জানান। বক্তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যুক্তরাজ্য প্রবাসীদের অবদান তুলে ধরে বলেন দেশের স্বাধীনতা অর্জনের আমাদের প্রবাসীরা আর্থিক সাহায্য দিয়ে আরও এক ধাপ এগিয়ে নিয়ে বিজয় চিনিয়ে আনতে সক্ষম হন। সভায় বক্তারা গাজায় ইসরায়েলি হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে অনতিবিলম্বে যুদ্ধ বিরতির আহবান জানান।
ইফতার মাহফিলে স্বাধীনতা যুদ্ধে নিহতদের স্বরণ বিশ্ব শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক।