জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ২ এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

শান্তিগঞ্জ উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, গ্রেফতার ৬

Jagannathpur Times BD
এপ্রিল ২, ২০২৪ ৯:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ :

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহতদের মধ্যে একজন সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং অন্যজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (০২ এপ্রিল ২০২৪) সকালে শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের থলেরবন্দ গ্রামের সড়কে ঘোড়া বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়।

নিহতরা হলেন- একই গ্রামের আবদুল আওয়াল (৪০) ও নুর মোহাম্মদ (৪৫)।

সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন।

তিনি জানান, সড়কে ঘোড়া বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন সুনামগঞ্জ সদর হাসপাতালে এব্ং অন্যজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।