জগন্নাথপুর টাইমসবুধবার , ৩ এপ্রিল ২০২৪, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

ব্রিটিশ বাংলাদেশ সোসাইটি ক্রয়ডন এর আলোচনা সভা

Jagannathpur Times BD
এপ্রিল ৩, ২০২৪ ৮:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

মুহাম্মদ সালেহ আহমেদ :

ব্রিটিশ বাংলাদেশ সোসাইটি ক্রয়ডন কর্তৃক আয়োজিত ইফতার মেহফিল দোয়া ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ৩১শে মার্চ রবিবার এক আলোচনা সভা স্থানীয় কুইন্স কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক কাউন্সিলার মোঃ ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি নেছার আলী নিলু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রয়ডন কাউন্সিলের ডেপুটি সিভিক মেয়র কাউন্সিলর অপু শ্রীনিবাসন, কাউন্সিলে লেবার গ্রুপ লিডার কাউন্সিলার স্টুয়ার্ট কিং, কাউন্সিলার মঞ্জু শাহুল হামিদ, কাউন্সিলার মেডি হেনসন, কাউন্সিলার রিয়া প্যাটেল, কাউন্সিলার হুমায়ূন কবির, ক্রয়ডন ইস্ট সংসদীয় আসনে লেবার দলীয় সম্ভাব্য প্রার্থী কাউন্সিলার নাতাশা আয়রন, ক্রয়ডন সাউথ সংসদীয় আসনে লেবার দলীয় সম্ভাব্য প্রার্থী ব্যান টেইলার কাউন্সিলার এনিদ মলিনিউয়, আব্দুল হাই ওবিই।

হাফিজ জাকির ইসলামের পবিত্র কুরান তেলাওয়াতের মাধ্যমে স্বাধীনতার মাসকে স্মরন করে মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

সভায় বক্তব্য রাখেন কাউন্সিলার হুমায়ূন কবির, কাউন্সিলর মোহাম্মদ ইসলাম, সংগঠনের কোষাধ্যক্ষ আসকা মিয়া প্রমুখ।

ক্রয়ডন কাউন্সিলের ডেপুটি সিভিক মেয়র বক্তব্য বলেন, ব্রিটিশ বাংলাদেশ সোসাইটি ক্রয়ডন স্থানীয় জনসাধারণকে মানুষের যে সেবা দিয়ে যাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। এই চ্যারিটি সংস্থার উজ্জল ভবিষ্যৎ কামনা করছি।”

অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন যুবায়ের কবির, ইওয়ার আলি রুনু, আমতর আলী, সামছুল হক শাহ আলম একরাম হুসেন, আজমল চৌঃ, জয়নাল মিয়া, সুফি মিয়া সজিব, আসকর আলি, সামাদ রহমান, মশিউর রহমান, কবি আসমা মতিন, রেহেনা কবির, হালিমা কবির, আনোয়ারা বেগম আলী, আসকা মিয়া, মোহাম্মদ চৌধুরী সহ আর অনেকে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।