জগন্নাথপুর টাইমসসোমবার , ৩ এপ্রিল ২০২৩, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাজ্যে বিভিন্ন মসজিদে বয়স্ক মুসল্লিদের সেফটি অ্যালার্ম বিতরণ

Jagannathpur Times BD
এপ্রিল ৩, ২০২৩ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

মুহাম্মদ সালেহ আহমেদ :

কিছুদিন পর পর যুক্তরাজ্যে বয়স্ক মুসল্লিদের উপর বর্বর হামলা হচ্ছে । সাম্প্রতিক সময়ে লন্ডন ও বার্মিংহামে ৩ পৃথক ঘটনায় মসজিদ থেকে নামাজ ফেরত বয়স্ক মুসল্লিদের উপর বর্বর হামলা করা হয়। এতে তারাবি নামাজ পড়তে আসা মুসল্লিদের মধ্যে আস্থা ফিরিয়ে দিতে ব্রিটেন ভিত্তিক মানবিক সংস্থা ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট বিভিন্ন মসজিদে বয়স্ক মুসল্লিদের হাতে সেফটি অ্যালার্ম বিতরণ করছে। এরই ধারাবাহিকতায় পূর্ব লন্ডনের ফোর্ড স্কয়ার মসজিদে বয়স্ক, শারীরিক ভাবে অক্ষম ব্যক্তিদের মধ্যে এই অ্যালার্ম বিতরণ করা হয় ।

রবিবার (২ এপ্রিল, ২০২৩ ) তারাবির নামাজের পর এই বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন – সেলিম আহমেদ, জিয়াউর রহমান জিয়া, জাহাঙ্গীর আলম শিমু, রুয়েল মিয়া ও সুহেদ আহমেদ প্রমুখ।

এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন স্থানীয় বয়স্ক মুসল্লিরা। তারা বলেন, এটি খুবই সময়োপযোগী একটি উদ্যোগ। রাতে ফেরার সময় এই অ্যালার্ম কাজে লাগবে।

ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ারের চেয়ারম্যান খসরুজ্জামান খসরু বলেন, নামাজ ফেরত মুরব্বীদের উপর পর পর ৩ হামলা খুবই ন্যাক্কারজনক ঘটনা। বয়স্কদের মধ্যে আতংক দূর করতে আমাদের এই উদ্যোগ। এই প্যানিক অ্যালার্মটি ব্রিটিশ পুলিশের অনুমোদিত, এতে চাবির রিং আছে আবার এলইডি লাইট আছে। এছাড়া সেইফটি পিন টান দিলেই বিকট শব্দে অ্যালার্ম বাজতে থাকবে। এই বিকট শব্দ শুনে অপরাধী ভয় পাবে, একই সাথে আশেপাশের মানুষ বুঝতে পারবে কেউ বিপদে পড়েছে। এমনকি পেট্রল পুলিশ যদি আশেপাশের রোডে থাকে তাহলে পুলিশ সাথে সাথে রেসপন্স করবে।

 

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।