সাজিদুর রহমান :
শিক্ষাবিদ, কমিউনিটি একটিভিস্ট ও গণমাধ্যমকর্মী সৈয়দ আফসার উদ্দিন এমবিই এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনসার আহমেদ উল্লাহ, সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ ও কোষাধ্যক্ষ এস কে এম আশরাফুল হুদা।
এক শোক বার্তায় ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ মরহুমের আত্মার শান্তি কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সাংবাদিক, শিক্ষক, সমাজ-সংস্কৃতিকর্মী সৈয়দ আফসার উদ্দিন দীর্ঘদিন যুক্তরাজ্যে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস রেডিও ও ভয়েস অফ আমেরিকা রেডিও লন্ডন’র সাংবাদিক হিসাবে কাজ করেছেন।
২৫ বছর ধরে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। ব্রিটেনের মূলধারার স্কুল ও কলেজের কারিক্যুলামে বাংলা ভাষা শিক্ষা বহাল রাখার জন্যে ১৯৯৩ সাল থেকে আন্দোলন করেছেন।
সৈয়দ আফসার উদ্দিন চ্যানেল এস-এর সিনিয়র সংবাদ পাঠক হিসেবে কর্মরত ছিলেন।
উল্লেখ্য বৃহস্পতিবার দিবাগত রাত (১২ এপ্রিল ২০২৪) লন্ডন সময় শুক্রবার রাত ২.৩০ মিনিটে পৃথিবী থেকে চিরবিদায় নিলেন — শিক্ষক, সাংবাদিক সৈয়দ আফসার উদ্দিন এমবিই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এদিকে শেষবারের মতো দেখতে সহকর্মী ও জনসাধারণের জন্য ১৩ এপ্রিল শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২:৩০ মিনিট পর্যন্ত ব্রিকলেইন জামে মসজিদে মরহুমের দেহাবশেষ রাখা হবে।
ঐদিন সাংবাদিক সৈয়দ আফসার উদ্দিনের নামাজে জানাজা শনিবার (১৩ এপ্রিল) ইস্টলন্ডন মসজিদে বাদ জোহর (১টা ৩০ মিনিটের পর) ৮২-৯২ হোয়াইটচ্যাপল রোড লন্ডন ই ওয়ান ওয়ান জে কিউ ঠিকানায় অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা শেষে গার্ডেন অফ পিসে চিরনিদ্রায় সমাহিত করা হবে।