জগন্নাথপুর টাইমসসোমবার , ৩ এপ্রিল ২০২৩, ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

 মালদ্বীপে প্রবাসী ব্যবসায়ী ও সাংবাদিকদের উদ্যোগে ইফতার মাহফিল

Jagannathpur Times BD
এপ্রিল ৩, ২০২৩ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

মালদ্বীপ সংবাদদাতা :

মালদ্বীপে প্রবাসী ব্যবসায়ী ও সাংবাদিকদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ এপ্রিল ২০২৩) দেশটির রাজধানী মালের অভিজাত রেস্টুরেন্ট ম্যানহাটন ফিশ মার্কেটের হলরুমে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মো. সোহেল পারভেজ, ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার, বাংলা ভিশন টিভির নির্বাহী সম্পাদক মো. বদরুল আলম নাবিল, সময় টিভির সিনিয়র রিপোর্টার আবদুল্লাহ আন-নূর (কাজল), দৈনিক মানবজমিনের বার্তা সম্পাদক কাজল কুমার ঘোষ, নয়া দিগন্ত পত্রিকার স্পোর্টস রিপোর্টার মো. রফিকুল হায়দার, বাংলা ভিশন টিভির মুন্সিগঞ্জ প্রতিনিধি সোনিয়া হাবিব লাবনী ও ব্যাংকার ফাতেমাতু জোহরা।

এছাড়াও উপস্থিত ছিলেন চক্ষু বিশেষজ্ঞ ড. মোক্তার আলী লস্কর, মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি প্রবাসী ব্যবসায়ী দুলাল মাতবর, সাধারণ সম্পাদক  বিশিষ্ট ব্যবসায়ী মো. দুলাল হোসেন, ফোর এল ইন্টারন্যাশনালের কর্ণধার মো. হাদিউল ইসলাম, মালদ্বীপ বিএনপির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. খলিলুর রহমান, ঢাকা ট্রেডার্সের কর্ণধার মো. বাবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আলতাফ হোসেন, ইউ-এস বাংলা এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার মো. শরিফুল ইসলাম, মিয়াঞ্জ ফুডসের হেড অব বিজনেস মো. যুবায়ের এরশাদ, ব্যবসায়ী এরশাদ মোল্লা, এনবিএল মানি ট্রান্সফার লিমিটেডের ডিরেক্টর মো. হান্নান খান কবির, সিও মাসুদুর রহমান ও সিনিয়র স্টাফ হায়দার আলী সাবু, এল ট্যুর প্রা. লিমিটেডের সিও মো. কাশেদুল ইসলাম, ইএসডব্লিউএ’র সভাপতি মো. জাকির হোসেন, প্রবাসী ব্যবসায়ী মো. মুজিবুর রহমান, শাহ আলাম, জহিরুল ইসলাম, মো. মনির হোসেন এম কেআর কামাল হোসেন, মো. নাছির উদ্দিন, রাসেল আহমেদ সাগর, মো. ওয়াসীম, হোসাইন সাহেদ, মো. কুদ্দুস, হাসান ইমাম, আবু জাহের, হাজী সাদেক, আবদুল মান্নান, মনির হোসেন, খায়রুল আমিন প্রদান, দুলাল আল মাইজভান্ডারি, আলমগীর হোসেন, ফায়েজুর রহমান, আনোয়ার হোসেন রাজু, হুমায়ুন গাজী এবং দূতাবাসের সব কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন পেশাজীবী প্রবাসী ও মালদ্বীপের বিশিষ্ট ব্যবসায়ীগণ সহ বাংলাদেশ সোসাইটি এবং রাজনৈতিক বিভিন্ন অঙ্গসংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার এস এম আবুল কালাম আজাদ বলেন, মালদ্বীপে সাংবাদিক ইউনিটের সদস্যরা কমিউনিটির সেবায় কাজ করে যাচ্ছেন। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকেই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করতে হবে।

দূতাবাস ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে সুসম্পর্ক অক্ষুণ্ন রাখতে প্রবাসী সাংবাদিকেরা সহযোগিতা করবেন এবং বাংলাদেশি কমিউনিটিকে ঐক্যবদ্ধ করতে সাংবাদিকদের যথাযথ ভূমিকা পালন করতে হবে বলেও উল্লেখ করেন হাইকমিশনার।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।