জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ১১ জুন ২০২৪, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের সভা অনুষ্ঠিত

Jagannathpur Times Uk
জুন ১১, ২০২৪ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

 

এস কে এম আশরাফুল হুদা :

ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের কার্যনির্বাহী কমিটির সভা পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০জুন) সন্ধ্যায় সংগঠনের সভাপতি আব্দুল লতিফ নিজাম এর সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কার্যকরী কমিটির সদস্য দেলওয়ার হোসেন। এসভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল বাছির।

সভায় আলোচনায় অংশগ্রহণ করেন সহ-সভাপতি ইয়ামীম দিদার, দেলওয়ার আহমদ শাহান, মোঃ সেলিম আহমদ, ট্রেজারার জাকির হোসেন, সহ-সাধারন সম্পাদক মোঃ শামীম আহমদ, সহকারী ট্রেজারার ছাদেক আহমদ, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ চৌধুরী, মেম্বারশীপ সম্পাদক কামরুল ইসলাম, ক্রিড়া সম্পাদক নুরুল ইসলাম, শিক্ষাবিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য মামুনুর রশীদ খান, আবজল হোসেন, খালেদ আজিম উদ্দিন জামাল, ইকবাল আহমদ চৌধুরী, আমিন উদ্দিন, জুবায়ের সিদ্দিকী, কামরুজ্জামান কামরান, টিপু রহমান, আজিজুর রহমান, মামুন আহমদ, জাবেদ আহমদ ও মোঃ আবু সাঈদ রাজীব প্রমুখ।

দীর্ঘ আলোচনার পরে সভায় সিদ্ধান্ত হয় যে, জুলাই মাসে নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক ও সকল সম্মানিত ট্রাস্টিবৃন্দকে নিয়ে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান আয়োজন। সেপ্টেম্বর মাসে ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে ফুটবল টুর্নামেন্ট।অক্টোবর মাসে ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে শিক্ষা সফরের আয়োজন করা।

সভায় আরো আলোচনা করা হয় ঢাকাদক্ষিণ এবং বৃটেনে ঢাকাদক্ষিণবাসীর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে।
পরিশেষে ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে’র জন্মলগ্ন থেকে শুরু করে সকল সম্মানিত ট্রাস্টি যাদের অক্লান্ত পরিশ্রম ও বিভিন্ন রকমের সহযোগিতায় ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে বৃটেনে সুপ্রতিস্টিত সংগঠনের মর্যাদায় প্রতিষ্ঠিত হয়েছে সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় এবং সংগঠনের অনেক সম্মানিত সদস্য আমাদের মাঝে থেকে চিরবিদায় নিয়েছেন তাদের সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে প্রার্থনা করা হয়।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।