জগন্নাথপুর টাইমসবুধবার , ১২ জুন ২০২৪, ৩রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

আগামী ১৬ সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের দ্বিবার্ষিক সম্মেলন

Jagannathpur Times Uk
জুন ১২, ২০২৪ ৯:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

 

এস কে এম আশরাফুল হুদা :

সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সম্প্রতি ইষ্ট লন্ডনের একটি হলে এই সভা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আহবাব মিয়া। সাধারণ সম্পাদক মোঃ ছানাওর আলী কয়েছের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সৈয়দ জিল্লুল হক।

সভায় বর্তমান কমিটির মেয়াদ বর্ধিতকরন সহ আগামী দুই বছর মেয়াদী (২০২৪-২০২৬ ) কমিটি গঠনের লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কাউন্সিলর ইকবাল হোসেন নির্বাচনী তপশীল ঘোষনা করেন।

আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৪ দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন, সদস্য ফিস জমাদানের শেষ তারিখ ১০ আগষ্ট।

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৬ আগষ্ট, নমিনেশন জমা দান ২০ আগষ্ট, নমিনেশন প্রত্যাহার ২৭ আগষ্ট ২০২৪ইং।

নমিনেশন ফিস-সভাপতি-৫০০, সিনিয়র সহ-সভাপতি-৩০০(১), সহ-সভাপতি-১৫০ (১৫), সাধারণ সম্পাদক -৪০০, কোষাধ্যক্ষ-৩০০, সহ-কোষাধ্যক্ষ-১৫০ (১), যুগ্ম সম্পাদক -১০০) (১৪), সাংগঠনিক সম্পাদক (৪) সহ সকল সম্পাদকীয় পদে-১০০, নির্বাহী সদস্য-৫০ (২২)।

নির্বাচনে কমিশনার হিসেবে থাকবেন জামাল উদ্দিন মকদদুছ,কাউন্সিলর হুমায়ুন কবীর ও মাহবুব হোসেন।

আলোচনায় অংশগ্রহন করেন ইকবাল হোসেন, জামাল উদ্দীন মকদদুছ, মোহাম্মদ আবুল লেইছ, ব্যারিস্টার শাহ মিসবাউর রহমান, মিঠু চৌধুরী, কাউন্সিলর হুমায়ুন কবীর,অধ্যাপক মাহবুব হোসেন,শামীম আহমদ, এডভোকেট আমীর উদ্দীন, আলা উদ্দীন মুক্তা, আবদুল মালিক কুঠি, মজির উদ্দিন, সৈয়দ জিল্লুল হক, অধ্যাপক ওমর ফারুক, আবুল মনসুর রুমেল, আব্দুর রব,রেদওয়ান খান, মাষ্টার ফজলুল করিম, ইকবাল হোসেন, সবুজ মিয়া, শায়েখ মিয়া, মুজিব কিবরিয়া তালুকদার, সেলিম উদ্দীন, শাহ মোঃ জুয়েল ,সেলিম মিয়া, সফিক আহমদ , সাজ্জাদুর রহমান, এমরান হোসেন চৌধুরী, মকসুদ আহমদ, তাহিরুল ইসলাম, দিলবর আলী, মৌলনা আবু সাদেক, ফারুক আহমদ, নজির উদ্দীন, আবু মুসা, হোসেন আলী মিলন ও মোঃ মাহবুব প্রমুখ।

সংগঠনের পক্ষ থেকে বক্তারা বলেন প্রস্তাবিত সিলেট সুনামগঞ্জ রেলওয়ে সংযোগ অতিশীঘ্রই কার্যকর করার আহ্বান জানান এবং সদ্য সুনামগঞ্জে প্রতিষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ মেডিকেল কলেজ ও অন্যান্য প্রতিষ্ঠানে স্টাফ ও কর্মচারী নিয়োগে সুনামগঞ্জের লোকদের প্রাধান্য দেয়ার আহ্বান জানানো হয়।

এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনের ভাড়ার ক্ষেত্রে সিলেট ও ঢাকার বৈষম্য দূরীকরনসহ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে বিশ্বের অন্যান্য বিমান ওঠানামার সুযোগ সৃষ্টি করার জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয় সমূহের প্রতি যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য জোর দাবী জানানো হয়।

বক্তারা বলেন, অন্যথায় আগামীতে সকল প্রবাসীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ার বয়কটসহ বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়।

সবশেষে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, অ্যাসোসিয়শনের সদস্যপদ গ্রহণ করে সুনামগঞ্জের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার এবং আসন্ন দ্বিবার্ষিক সম্মেলন-নির্বাচনকে সফল ও স্বার্থক করে তোলার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।