আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি :
মালয়েশিয়ার কোয়ান্তানে ১৮ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৪৩ অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার (১৩ জুন) পাহাং রাজ্যের কোয়ান্তান শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শুক্রবার (১৪ জুন) পাহাং রাজ্যের ইমিগ্রেশন বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
রাজ্যের ইমিগ্রেশন বিভাগ বলছে, স্থানীয় জনসাধারন ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৩ জন কর্মকর্তার অংশগ্রহণে বৃহস্পতিবার রাতের অভিযানে ১০৯ অভিবাসীর কাগজপত্র পরীক্ষা শেষে অভিবাসন আইনের শর্ত লঙ্ঘন করায় ৪৩ জনকে আটক করা হয়।
আটকদের মধ্যে ১৮ বাংলাদেশি, ৪ ইন্দোনেশিয়ান, মায়ানমার ১৮, ভারতের ১ এবং পাকিস্তানের ২ নাগরিক। আটক ব্যক্তিদের বয়স ২১ থেকে ৫১ বছরের মধ্যে। অটকদের, রাজ্যের কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে ১৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিবাসন বিভাগ, অবৈধ অভিবাসীদের অবস্থান সম্পর্কিত তথ্য দিয়ে সহায়তা করতে নেগেরি পাহাং এর জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। এ ছাড়া যদি কোন ব্যক্তি বা নিয়োগকর্তা অবৈধ অভিবাসীদের নিয়োগ করে এবং তাদের সুরক্ষা প্রদান করে তাদের বিরুদ্ধে আপস ছাড়াই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রাজ্যের অভিবাসন বিভাগ।
ছবি: সংগৃহীত।