জগন্নাথপুর টাইমসশুক্রবার , ২১ জুন ২০২৪, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনে বঙ্গবন্ধুর উপর ১০টি নতুন বাংলা গানের এলবামের প্রকাশনা

Jagannathpur Times Uk
জুন ২১, ২০২৪ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

সাজিদুর রহমান : 

পূর্ব লন্ডনের একটি হলে সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটি সর্বিক তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপরে নির্মিত ১০টি নতুন বাংলা গানের একটি ঐতিহাসিক সিডি এলবামের আনুষ্ঠানিক প্রকাশনা উৎসব করেছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে অনুষ্ঠানটির শুভ প্রকাশনা ঘোষণা করেন বাংলাদেশ সরকারের মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) মুহাম্মদ ফারুক খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের  সভাপতি সুলতান মাহমুদ শরীফ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  সৈয়দ সাজিদুর রহমান ফারুক, বার্কিং ও ডেগেনহাম বারার মেয়র  মইন কাদরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ সহ আরও অনেক ।

এই  অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এর পর সংগঠনের সভাপতি এডভোকেট টি. এম. জানে আলম স্বাগত বক্তব্য রাখেন।

ড. আনোয়ারুল হক অনুষ্ঠানে উপস্থাপনা ও প্রতিটি গানের সাথে নিজের গ্রন্থনা করা ধারাবর্ণনা হৃদয়গ্রাহী করে পাঠ করেন । অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কিংবদন্তি শিল্পী ও সুরকার হেমন্ত মুখোপাধ্যায়ের বেষ কিনু মনোমুগ্ধকর গান গেয়ে শোনান।

ইউনিক এই এলবামে প্রয়াত কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী সহ কয়েকজন প্রথিতযশা গীতিকারের গান সন্নিবেশিত হয়েছে। প্রত্যেকটি গানের সাথে বঙ্গবন্ধুর জীবনের উল্লেখযোগ্য ঘটনার উপর ধারাবর্ণনা যুক্ত করা হয়েছে।

সর্বশেষে অনুষ্ঠানের সমাপ্তি ও ধন্যবাদ জ্ঞাপন করে সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক  মুরশিদ উদ্দিন আহমেদ।

প্রেস বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।