জগন্নাথপুর টাইমসশনিবার , ২২ জুন ২০২৪, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

শমশেরনগর হাসপাতাল প্রশাসনিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন

Jagannathpur Times Uk
জুন ২২, ২০২৪ ৭:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

সালেহ আহমদ,   শমশেরনগর থেকে :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর জেনারেল হাসপাতালের ড. আব্দুস শহীদ এমপি প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) বিকেল ৪টায় বিলেত প্রবাসী, হোমল্যান্ড ইন্সুরেন্স কোম্পানির চেয়ারম্যান  আলহাজ্ব ফয়জুল হক এই নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।
শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি বিশিষ্ট কন্ঠশিল্পী সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও নির্বাহী সহ-সভাপতি মুজিবুর রহমান রন্জুর সঞ্চালনায় আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব ফয়জুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সমাজসেবী আলহাজ্ব মুজিবুল হক, শমশেরনগর হাসপাতাল কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, কোষাধ্যক্ষ আব্দুল মোত্তাকিন, আব্দুস শহীদ, মাওলানা হেলাল উদ্দিন, মুজিবুর রহমান চৌধুরী মুকুল, হাজী ইউসুফ আলী, আমিনুল হক খোকন, মতিউর রহমান সাহেদ, মোস্তাফিজুর রহমান পারুল, সোনাই মিয়া, শাজাহান সিরাজ, মিজানুর রহমান, আবুল লেইছ, শমরেন্দ্র সেন শর্মা প্রমুখ ।
হাসপাতালের কার্যক্রম ও সর্বশেষ অবস্থা ব্যাখা করে হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি বিশিষ্ট কন্ঠশিল্পী সেলিম চৌধুরী ও নির্বাহী সহ-সভাপতি মুজিবুর রহমান রন্জু বলেন, আনুষ্ঠানিকভাবে হাসপাতাল উদ্বোধন না হলেও বিগত দেড় মাস ধরে পরীক্ষামূলকভাবে বিনামূল্যে (রেজিস্ট্রেশন ছাড়া) আগত রোগীদের আউটডোর চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এখন পর্যন্ত দেড় শতাধিক রোগী শমশেরনগর হাসপাতালের চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।
উল্লেখ্য, মৌলভীাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মেলাগড় গ্রামের প্রবাদপুরুষ বিলেত প্রবাসী  আলহাজ্ব ফয়জুল হক এর অর্থায়নে রাজনগর উপজেলার কামারচাক ও টেংরা ইউপি সহ বিভিন্ন এলাকায় কলেজ, হাইস্কুল, মাদ্রাসা, মসজিদ এতিমখানা, ঈদগাহ, দাতব্য চিকিৎসা সহ অসংখ্য সেবামূলক ও ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে উঠেছে।
আলহাজ্ব ফয়জুল হক শমশেরনগর জেনারেল হাসপাতাল প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলা কিডনি বিভাগের যাবতীয় নির্মাণ ব্যায় বহন করবেন। শমশেরনগর জেনারেল হাসপাতাল পরিচালনা কমিটি এই ফ্লোরটি  আলহাজ্ব ফয়জুল হক নামে নামকরণের সিদ্ধান্ত ইতিপূর্বে নিয়ে রেখেছে।
শমশেরনগর হাসপাতাল ইংল্যান্ড কমিটি অক্লান্ত পরিশ্রম করে নিয়মিত নতুন নতুন দাতা সংগ্রহ করে হাসপাতাল তহবিল সমৃদ্ধ করছেন। শমশেরনগরের সন্তান ইংল্যান্ড প্রবাসী আব্দুল গনি চৌধুরী সম্প্রতি মৌলভীবাজার সদর উপজেলার কচুয়া গ্রামের সূর্যসন্তান ইংল্যান্ড প্রবাসী আব্দুল মছব্বিরকে ওয়াটসআপ জুম মিটিংয়ে যুক্ত করেছিলেন। সেই মিটিংয়ে আব্দুল মছব্বির শমশেরনগর হাসপাতাল কার্যক্রম সম্পর্কে কিছুটা ধারণা পেয়ে তিনি বলেছিলেন জুন মাসে বাংলাদেশে আসবেন এবং সুযোগ করে শমশেরনগর হাসপাতাল পরিদর্শন করবেন। এরই ধারাবাহিকতায় তিনি শমশেরনগর হাসপাতাল পরিদর্শন এবং হাসপাতাল তহবিলে ১ লাখ টাকার চেক প্রদান করেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।