আজিজুল আম্বিয়া, লন্ডন :
৯৫-৯৭ ব্যাচের বন্ধু ইমন,সাহেদ, সুমন, তাজুল, মনসুর . সালাম, মিনহাজ, সজল, জাহিদ, নাজমুল, কাসেম, জলিল এবং নিজাম খানের অক্লান্ত প্রচেস্টায় লন্ডনের রিজেন্ট লেইক ব্যাংকুটিং হলে ২৪ জুন দুপুর ১২ টায় অনুষ্ঠিত হয় এক মিলনমেলা ।
বন্ধু” শব্দটা ছোট হলেও এর পরিধি এতটা বিস্তৃত যে , এর পরিমাপ করার সাধ্য কারোর নেই। তারপর ও ছোট পরিসরে বলতে গেলে বন্ধু মানেই আত্নার টান, ভালবাসার বন্ধন, হৃদয়ের সংস্পর্শ, একে অন্যের ছায়া, বড় রকমের ভরসা
করার মানুষ, প্রাইমারির গন্ডি পেরিয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর শেষ করতে ও অনেক নাম না জানা মানুষের সাথে বন্ধুত্ব হয় আমাদের।কেউবা জীবনের তাগিদে, কেউবা উচ্চতর ডিগ্রির জন্য দেশ ছেড়ে ভিনদেশে পাড়ি জমান । এভাবে আমরা ছড়িয়ে ছিটিয়ে থাকলে ও মনের সেই টান রয়েই যায় ।সবার ব্যস্ততার মধ্যেও যেন সবাই একই প্লাটফর্মে থাকার ইচ্ছা পোষণ করে , একে অন্যের পাশে দাড়াতে চায় , সেই প্রত্যাশা নিয়ে এক ঐতিহাসিক মিলন মেলা ঘটে সেখানে । যুক্তরাজ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা সব বন্ধু-বান্ধব পরিকল্পনা মোতাবেক সেখানে সমবেত হয় ।
বাংলাদেশের জাতীয় সঙ্গিত গাওয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় । শুভেচ্ছা বক্তব্য, কেক কাটা, কবিতা আবৃত্তি ফটোসেশন,দুপুরের খাবার, গান গাওয়া , পুরস্কার বিতরণ, র্যাফেল ড্র এছাড়া ও নিজেদের সুখ-দুঃখের গল্প শেয়ার। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা । কাউকে স্বপ্ন দেখানো বা নিজে স্বপ্ন দেখা আর অজস্র স্মৃতিচারন, সব মিলিয়ে ২৩শে জুন ছিল একটি আনন্দের দিন ।
সবার উপস্হিতির জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ এবং আগামী বছর আরো বিশাল আকারের গণজমায়েত এর আশা পোষণ করে আব্দুল জলিলের সমাপনি বক্তব্য মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।