জগন্নাথপুর টাইমসরবিবার , ৩০ জুন ২০২৪, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

বার্কিং- ডাগেনহ্যাম কাউন্সিলের মেয়র মঈন কাদরীর নাগরিক প্যারেড

Jagannathpur Times Uk
জুন ৩০, ২০২৪ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

মুহাম্মদ সালেহ আহমেদ :

সম্প্রতি  লন্ডন বারা অফ বার্কিং এন্ড ডাগেনহ্যাম কাউন্সিলের ব্রিটিশ বাঙালি বাংলাদেশী  মেয়র কাউন্সিলার মঈন কাদরির সম্মানে এক নাগরিক প্যারেড অনুষ্ঠিত হয়েছে ।

মেয়র অফিসের আমন্ত্রণে এই প্যারেড অনুষ্ঠানে যোগ দিতে ব্রিটিশ ওয়ার হিরোসহ  মাল্টিকালচারেল সোসাইটির বিশিষ্ট জনরা সমবেত হয়েছিলেন বার্কিং পার্কে।   ২৩শে জুন সকাল নয়টা ত্রিশ মিনিট থেকে সকাল দশটার ভেতরই আমন্ত্রিতরা মিলিত হন পার্ক কর্নারে। সেখানে অতিথিদের অভ্যর্থনা জানান কাউন্সিল কর্মকর্তারা। প্যারেডের নিরাপত্তার জন্য নিয়োজিত ছিল পুলিশের বিশাল বহর, সেই সাথে প্যারেডকে আকর্ষনীয় করতে অংশ নেয় শতাধিক সদস্যের একটি বাদক দল।

সকাল ১০টা ১৫ মিনিটে পাঁচ শতাধিক অতিথি ও বারার সকল বয়সী নাগরিকদের নিয়ে মেয়র বাদ্য বাজিয়ে  যাত্রা করেন সেন্ট মার্গারেট চার্চ অভিমুখে, সেখানে চার্চে অপেক্ষমান ২৫ সদস্যের পুরহিতরা মেয়রকে বরণ করেন। চার্চে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। এই প্রার্থনায় আগত অতিথিরাও যোগ দেন। আর এটিই ছিল একটি ব্যতিক্রম ধর্মী প্রার্থনা। পার্দিদের সাথে প্রার্থনায় যোগ দেন মেয়রের মুসলিম রিলিজিয়াস এডভাইজার শিখ, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ও মুসলিম অতিথিরা। প্রর্থনা শেষে প্যারেড নিয়ে কাউন্সিল টিম যাত্রা করে টাউন হলের দিকে। টাউন হলে প্যারেড পৌঁছালে মেয়র একে একে সকলের সাথে কুশল বিনিময় করেন। অতিথিদের নিয়ে যাওয়া হয় বিএলসি কনফারেন্স রুমে। সেখানে অতিথিদের সম্মানে পরিবেশন করা হয় বিশেষ রিফ্রেশমেন্ট।

আগত অতিথিদের উদ্দেশ্যে মেয়র তার সংক্ষিপ্ত বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং চলার পথে সকলের সহযোগিতা কামনা করেন। নাগরিকদের উদ্দেশ্যে আরো বক্তব্য রাখেন, নিউহ্যাম কাউন্সিলের স্পিকার কাউন্সিলার রহিমা রহমান, হ্যাভারিং কাউন্সিলের মেয়র ও মেয়রের রিলিজিয়াস উপদেষ্টাগণ।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।