সাজিদুর রহমান :
ব্রিটেনে ৪ জুলাই বৃহস্পতিবার পার্লামেন্ট ইলেকশন। জমে উঠেছে নির্বাচনী প্রচারনা। এ পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে ব্রিটেনে ৮ জন ব্রিটিশ বাঙালি বাংলাদেশী লেবার পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন। তম্মদ্যে যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর উপজেলার দুজন। তারা হলেন- লেবার পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন নুরুল হক আলী (গর্ডন এবং বুকান আসন থেকে)। আফসানা বেগম পেয়েছেন পপলার ও লাইমহাউস আসন থেকে।
নুরুল হক আলী এমপি প্রার্থী-
তিনি জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহার পাড়া ইউনিয়নের শাহার পাড়া গ্রামের কৃতি সন্তান।
তিনি কয়েকবার কাউন্সিলরও হ হয়েছিলেন। যুক্তরাজ্যে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে দীর্ঘদিন যাবৎ কল্যাণমূলক কাজ করে আসছেন। তিনি গ্রেটার শাহার পাড়া যুব সংঘের অন্যতম সদস্য। ব্রিটেনে মেইনস্টিম রাজনীতির সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত।
আফসানা বেগম ব্রিটিশ বাঙালি, বাংলাদেশি, জগন্নাথপুরের মেয়ে।
আফসানা বেগম তার বাবা মনির উদ্দিন ছিলেন লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সিভিক মেয়র।
তিনি ছিলেন জগন্নাথপুর পৌরসভার লুদুরপুর গ্রামের বাসিন্দা।
বাবার পথ ধরে ব্রিটিশ রাজনীতিতে হাঁটছেন লন্ডনের টাওয়ার হ্যামলেটসে বেড়ে ওঠা আফসাবা বেগম। তিনি এবারও লেবার পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন। আসন্ন ৪ জুলাই এর জাতীয় নির্বাচনে তিনি (পপলার ও লাইমহাউস আসন থেকে) নির্বাচন করছেন।
পপলার এবং লাইমহাউস সংসদীয় আসনের সাংসদ জিম ফিটজপেট্রিক ২০১৯ সালের শুরুর দিকে রাজনীতি থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।
প্রথমবারের মতো ২০১৯ সালের ব্রিটিশ সংসদ নির্বাচনে এই আসনে লেবার পার্টির মনোনয়ন পেয়েছিলেন আফসানা বেগম। নির্বাচনে তিনি জয়লাভ করে প্রথমবারের মতো ব্রিটিশ সংসদের সদস্য হন। এবারও পেয়েছেন লেবার পার্টির মনোনয়ন।
স্বতন্ত্র প্রার্থী এহতেশাম হক-
একই আসনে তথা পপলার এবং লাইমহাউস সংসদীয় আসন থেকে এবার স্বতন্ত্র নির্বাচন করছেন জগন্নাথপুরের আরেকজন সাবেক কাউন্সিলর এহতেশাম হক।