জগন্নাথপুর টাইমসশনিবার , ৬ জুলাই ২০২৪, ৪ঠা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুরের ব্রিটিশকন্যা আফসানা ২য় বারের মতো এমপি

Jagannathpur Times Uk
জুলাই ৬, ২০২৪ ৮:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

মুহাম্মদ সালেহ আহমেদ :

যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে পূর্ব লন্ডনের পপলার অ্যান্ড লাইমহাউস আসনে এবারও বিজয়ী হয়েছেন ব্রিটিশ বাংলাদেশি আফসানা বেগম।

৪ জুলাই, বৃহস্পতিবার যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে জগন্নাথপুরের ব্রিটিশ এ কন্যা আফসানা বেগম লেবার পার্টি থেকে মনোনয়ন পেয়ে  দ্বিতীয়বারের মতো এমপি পদে জয়ী হয়েছেন। তাঁর মোট প্রাপ্ত ভোট ১৮ হাজার ৫৩৫টি ভোট। আফসানার প্রতিদ্বন্দ্বী গ্রিন পার্টির নাথালি বেইনফিট ৫ হাজার ৯৭৫ ভোট পান, কনজারভেটিভ পার্টির ফ্রেডি ডউনিং পান ৪ হাজার ৭৩৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আপসানার সাবেক স্বামী  এহতেশামুল হক পান ৪ হাজার ৫৫৪ ভোট।

নির্বাচিত হওয়ার পর আফসানা বেগম তাঁর ফেসবুক অ্যাকাউন্টে জানান, “আমি পুনরায় নির্বাচিত হতে পেরে আনন্দিত। গাঁজায় যুদ্ধবিরতির আহ্বান হোক, কঠোরতার বিরোধিতা করা হোক বা অভিবাসী অধিকারের পক্ষে কথা বলা হোক, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে যাই হোক না কেন; আমি পপলার এবং লাইমহাউসের পক্ষে দাঁড়াব।

উল্লেখ্য, আফসানা বেগম সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার এনায়েত নগর এলাকার যুক্তরাজ্য প্রবাসী প্রয়াত মনির উদ্দিন আহমদের মেয়ে। মনির উদ্দিন টাওয়ার হ্যামলেটসের মেয়র ছিলেন। বাংলাদেশি বংশোদ্ভুত আফসানা বেগমের জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাজ্যেই। সেখানেই তিনি পড়াশুনা সম্পন্ন করে বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি রাজনীতিতে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।

২০১৯ সালে যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে লেবার পাটি থেকে পপলার অ্যান্ড লাইমহাউস আসন থেকে প্রথমবারের মতো বিপুল ভোটে এমপি নির্বাচিত হন আফসানা বেগম।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।