জুবেল আহমদ সেকেল, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :
সিলেটের বালাগঞ্জের পূর্ব গৌরিপুর ইউনিয়নে আন্তর্জাতিক দাতব্য সংস্থা মেডগ্লোবাল এর উদ্যোগে ৮৭ টি শেল্টারে থাকা পরিবার ও ৯৭ টি কমিউনিটি পরিবারকে ত্রান সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার গৌরিপুর ইউনিয়নের বিভিন্ন বন্যা কবলিত এলাকায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) হোসাইন মো. আল-জুনায়েদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, মেডগেøাবাল বাংলাদেশের পরিচালক কমান্ডার এস এম ফেরদৌসুজ্জামান, পি এস সি (অবঃ) ও পূর্ব গৌরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান।
এ সময় ১৮৪ টি পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরন করা হয়। প্রতিটি পরিবারের মাঝে চিড়া, আতব চাল, আখের গুঁড়, নুডলস, টোস্ট বিস্কুট সহ ৮ কেজি পরিমানের ত্রান সামগ্রী বিতরন করা হয়।
সিলেটবাসীর জন্য মেডগ্লোবাল, বাংলাদেশের এমন মহতি উদ্যোগে জেলা প্রসাশন ও উপজেলা প্রশাসন সন্তোষ প্রকাশ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।