নিজস্ব প্রতিবেদক : আন্দোলনকারী শিক্ষার্থীদের বিষয়ে মুখ খুললেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের আগামী ১ মাস অপেক্ষা করতে বলেছেন। মঙ্গলবার (১৬ জুলাই) হাইকোর্টের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার সুমন বলেন, ‘বিষয়টি এখন আদালতে কাছে। আদালত চার সপ্তাহ সময় নিয়েছেন। তাই শিক্ষার্থীদের বলব তারা যেনো একটা মাস অপেক্ষা করেন।’
তিনি আরও বলেন, ‘আমি ছাত্রলীগকে দাবি জানাব, আপনারা প্রকৃতপক্ষে যদি কাউকে প্রতিহত করেন, তাহলে যারা আন্দোলনের বাইরে থেকে এসে সরকারের ক্ষতি করতে চায়, রাষ্ট্রের ক্ষতি করতে চায় তাদেরকে প্রশাসনের কাছে হস্তান্তর করবেন। নিজেরা আইন তুলে নেবেন না।’
আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি বড় ভাই হিসেবে আপনাদের বলছি, আপনারা আদালতের দিকে একটু দেখেন। এক মাস পরে যদি আপনাদের মনে হয়, না এটা যৌক্তিক সমাধান হয়নি, তাহলে আপনারা আবারও আন্দোলন করতে পারেন। আপনাদের পুরো ভবিষ্যৎটা সামনে, আমি চাই না অযথা মুখোমুখি হয়ে আপনাদের ভবিষ্যৎ নষ্ট হোক এবং এই রাষ্ট্রে বা দেশে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হোক। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে সরকারকে কঠিন হাতে আগাতে হবে। সরকারের সামনে আর পথ থাকবে না।
ব্যারিস্টার সুমন বলেন, ‘আমি একজন সংসদ সদস্য হিসেবে আমি আপনাদেরকে দাবি জানাচ্ছি, আপনারা এক মাসের জন্য এপিলেট ডিভিশনের রেজাল্ট হওয়া পর্যন্ত এটাকে (আন্দোলন) স্থগিত করেন । এর ভেতরে আপনারা যদি চান আমরা আপনাদেরকে সঙ্গে করে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বসব।’