জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ১৬ জুলাই ২০২৪, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়া প্রবাসীদের মোবাইল কনস্যুলার সেবা দিয়েছে বাংলাদেশ হাইকমিশন

Jagannathpur Times Uk
জুলাই ১৬, ২০২৪ ১০:১১ পূর্বাহ্ণ
Link Copied!

আহমাদুল কবির, নিজস্ব প্রতিবেদক, মালয়েশিয়া:

মালয়েশিয়া প্রবাসীদের মোবাইল কনস্যুলার সেবা দিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।

শনিবার (১৩ জুলাই) পেনাং শহরে অবস্থিত বাংলাদেশ অনারারী কনস্যুলেট অফিস হতে ই-পাসপোর্টের আবেদন গ্রহণ, বায়ো-এনরোলমেন্ট সম্পন্নকরণ, এম আর পি পাসপোর্ট প্রদানসহ বিভিন্ন কনস্যুলার সেবা দেওয়া হয়। এ ছাড়া রোববার অগ্রণী রেমিটেন্স হাউস, বুকিট মারতাজাম, পেনাং হতেও এ সেবা দেওয়া হয়।

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের  হাইকমিশনার মো. শামীম আহসানের নির্দেশনায় মোবাইল কনস্যুলার সেবা প্রদানকালে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আসা ছোট্ট সোনামনিদের বাংলা ভাষা শিক্ষার প্রতি আগ্রহী করার লক্ষ্যে হাইকমিশনারের পক্ষ থেকে বাংলা বই উপহার স্বরূপ দেওয়া হয় বলে জানান, পাসপোর্ট ও ভিসা উইংএর কাউন্সেলর মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন।

মোবাইল কনস্যুলার সেবা প্রদানে ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর, কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা এবং বাংলাদেশ সরকার অনুমোদিত পাসপোর্ট, ভিসা ও অন্যান্য সেবা সংক্রান্ত আউটসোর্সিং কোম্পানি ইএসকেলের প্রতিনিধিরা এবং বিপুল সংখ্যক সেবা প্রার্থী প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।