জগন্নাথপুর টাইমসবুধবার , ১৭ জুলাই ২০২৪, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ইংল্যান্ডের কোচ সাউথগেট

Jagannathpur Times Uk
জুলাই ১৭, ২০২৪ ৮:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

সাজিদুর রহমান :

ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্পেনের কাছে ২-১ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে ইংল্যান্ড। ইউরোর ফাইনালে হারের দুই দিন পর দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট।

২০১৬ সালে ইংল্যান্ডের দায়িত্ব নেন সাউথগেট। তার অধীনে ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনাল, ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলে ইংলিশরা। এছাড়াও তার অধীনেই দুইবার ইউরোর ফাইনালে খেলে ইংল্যান্ড।

মঙ্গলবার (১৬ জুলাই) এক বিবৃতিতে সাউথগেট বলেছেন, ‘এখন নতুন একটি অধ্যায়ের জন্য পরিবর্তনের সময়। বার্লিনে স্পেনের বিপক্ষে রোববারের ফাইনালটি ছিল ইংল্যান্ড কোচ হিসেবে আমার শেষ ম্যাচ। একজন গর্বিত ইংরেজ হিসেবে ইংল্যান্ডের হয়ে খেলা এবং ইংল্যান্ডের কোচ হওয়া আমার জন্য সারা জীবনের সম্মান। এটা ছিল আমার কাছে সবকিছু। আমিও সর্বস্ব নিংড়ে দিয়েছি।’

ইংল্যান্ডকে ধন্যবাদ জানিয়ে বিবৃতিতে ৫৩ বছর বয়সী এই কোচ আরও বলেছেন, ‘আমাদের সমর্থক বিশ্বের সেরা। তাদের সমর্থন আমার কাছে সবকিছু। আমি সব সময় ইংল্যান্ডের সমর্থকই থাকব। আশা করছি, খেলোয়াড়েরা আরও দারুণ সব স্মৃতির জন্ম দিয়ে জাতিকে উদ্দীপ্ত করবে যেটা তারা পারে। সবকিছুর জন্য ধন্যবাদ ইংল্যান্ড।’ গ্যারেথ সাউথগেট এর ছবি: সংগৃহীত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।