জগন্নাথপুর টাইমসবুধবার , ১৭ জুলাই ২০২৪, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে কিশোর গ্যাং ও অপরাধ প্রতিরোধ শীর্ষক সভা

Jagannathpur Times Uk
জুলাই ১৭, ২০২৪ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জে কিশোর গ্যাং ও কিশোর অপরাধ প্রতিরোধ বিষয়ে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুলাই) বেলা ৩টায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটিতে কেরানীগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কেরানীগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি ফজিলাতুন্নেছা খুখু’র সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক সৈয়দা শামীমা সুলতানার সঞ্চালনায় বক্তব্য রাখেন- সদর মডেল থানার ওসি খালেদ চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিনা আবেদীন, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুম হেলাল, রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি জসিম উদ্দিন, হাওর বাঁচাও আন্দোলনের নেতা কুদরত পাশা, অনির্বান মহিলা সংঘের সভাপতি শিল্পী বেগম, সৃষ্টি যুব জাগরণ সংস্থার সভাপতি তৃস্না আক্তার রুশনা, আরটিভির সুনামগঞ্জ  প্রতিনিধি শহীদ নুর আহমেদ, বৈশাখী টিভির প্রতিনিধি কর্ণ বাবু দাস প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সুনামগঞ্জে কিশোর গ্যাং দের তৎপরতা কম থাকলেও কিশোর অপরাধ রয়েছে। সীমান্ত এলাকায় অবাদে চোরাচালান ও মাদকদ্রব্য আসায় কিশোর অপরাধ বৃদ্ধি পাচ্ছে। উঠতি বয়সী তরুণ রা নিজেদের আধিপত্য বিস্তার করতে সংঘবদ্ধভাবে কিশোর গ্যাং গড়ে তুলে। পরবর্তীতে তারা অপরাধ মূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এছাড়া সমাজে  নিম্ন আয়ের পরিবার থেকে তরুণ রা শিক্ষা থেকে ঝড়ে পড়ায় কিশোর গ্যাং গড়ে উঠছে। মাদকের সহজলভ্যতা ও কিশোর গ্যাং গড়ে তুলতে সহযোগিতা করে।
রাজনৈতিক ছত্রছায়ায় এরা অপরাধে জড়িয়ে যায়। কিশোরদের অপরাধ থেকে বিরত রাখতে অভিভাবকদের সচেতন হতে হবে। স্কুল কলেজ ফাঁকি দিয়ে সন্তান কোথায় যায় না যায় এগুলো খবর রাখতে হবে। কোউ এধরণের কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে। এছাড়া কিশোর গ্যাং ও কিশোর অপরাধ প্রতিরোধে স্কুলে কলেজে সচেতনতা মূলক ক্যাম্পেইন করতে হবে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।