জগন্নাথপুর টাইমসশনিবার , ২০ জুলাই ২০২৪, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

বালাগঞ্জে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উপর হামলার অভিযোগ

Jagannathpur Times Uk
জুলাই ২০, ২০২৪ ৭:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

 

জুবেল আহমদ সেকেল, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :

সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান তালুকদার ফটিকের (চশমা) ওপর হামলার অভিযোগ উঠেছে।

গত বুধবার (১৭ জুলাই) দুপুরে ইউনিয়নের বোয়ালজুর বাজার বিসমিল্লাহ ডিপার্টমেন্টে স্টোরের সামনে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আতাউর রহমান তালুকদার ফটিক।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত, ঘটনার সাথে জড়িতদরে আইনের আওতায় নিয়ে আসা ন্যায়বিচার ও ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে রিটার্নিং অফিসার বালাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং বালাগঞ্জ থানার ওসির নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান তালুকদার।

চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান তালুকদার ফটিক অভিযোগ করে বলেন, তার প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থীর কর্মী-সর্মথক এ হামলা করেছে বলে তার ধারণা।

তিনি বলেন, গতকাল বুধবার দুপুরে আমি বোয়ালজুর বাজারের ও রাজাপুর গ্রামে প্রচারণা করতে গেলে রাজাপুর গ্রামের তৈয়ুব আলীর ছেলে ফার্মেসী ব্যাবসায়ী ময়নুল ইসলাম ঝানুর(৪০) ও আয়ুব আলীর ছেলে নিলু মিয়া(৪৫) সহ অজ্ঞাত ৭/৮ জন যুবক আমার ওপর অতর্কিত হামলা চালিয়ে আমাকে প্রাণে মারার চেষ্টা করে, আমার সাথে থাকা লোকজন ও স্থানীয়রা আমাকে উদ্ধার করে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। আমার প্রাণের নিরাপত্তা এবং নির্বাচনের সুন্দর পরিবেশ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসনের সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করি। অভিযুক্ত ঝানুর ও নিলু মিয়ার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।

বালাগঞ্জ থানার ওসি মো. বদিউজ্জামান চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান তালুকদার ফটিকের উপর হামলার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্বের লেনদেনের বিরোধ নিয়ে ঘটনাটি ঘটেছে। পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছি। বালাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার নয়ন পুরকায়স্থ বলেন, চেয়ারম্যান প্রার্থী আতদাউর রহমান তালুকদারের লিখিত অভিযোগের প্রেক্ষিতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছি।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।