সাজিদুর রহমান :
গ্রেট বৃটেনে বসবাসরত সুনামগঞ্জ জেলার নবীন ও প্রবীনদের আয়োজনে প্রবাসে সুনামগঞ্জবাসী নামে লন্ডনে রিজেন্ট ব্যংকুয়েটিং হলে অনুষ্ঠিত হয়ে গেলো আনন্দঘন মিলনমেলা ও সাংস্কৃতিক উৎসব।
এতে বৃটেনের বিভিন্ন শহর থেকে এসে সুনামগন্জের অধিবাসী নারী পুরুষ অংশগ্রহণ করে অনুষ্ঠানকে প্রানবন্ত করে তুলেন।
গত ২৩ জুলাই বিকালে পূর্বলন্ডনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রফেসর শাহগীর বখত ফারুক সভাপতিত্ব করেন এবং সঞ্চালনায় ছিলেন মৃদুল কান্তি দাশ।
অতিথিদের মধ্য উপস্থিত থেকে বক্তব্য রাখেন লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়য় লুৎফুর রহমান, সাবেক ব্রিটিশ বাংলাদেশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী, টাওয়ার হ্যামলেটসের স্পীকার সাইফ উদ্দিন খালেদ, জিএসসি চেয়ার ব্যারিস্টার আতাউর রহমান, বিবিসিসি চেয়ার রফিক হায়দার, চ্যানেল এস ফাউন্ডার চেয়ার মাহী বি জলিল, মেয়র মইন কাদরী, মেয়র রহিমা খাতুন, মেয়র সামাতা খাতুন, সাবেক জেলা জজ জেসমিন আরা বেগম ,সাবেক বিবিসিসি চেয়ার বশির আহমেদ, বিবিসিসি সেক্রেটারি নুরুজ্জামান, টাওয়ার হ্যামলেটস কলেজের সাবেক প্রভাষক রেহেনা খানম রহমান, দৈনিক ভোরের কাগজের নিয়মিত লেখক ড. আজিজুল আম্বিয়া প্রমুখ।
বক্তারা হাওর বিল, সুনামগঞ্জের গান,কবিতা, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন দিক, মৎস্য, ধান উৎপাদন, প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা এবং এই এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে আলোচনা করেন।