জগন্নাথপুর টাইমসবুধবার , ৩১ জুলাই ২০২৪, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনে ইষ্টহ্যান্ডস-এর ব্যাডমিণ্টন টুর্নামেণ্ট সম্পন্ন

Jagannathpur Times Uk
জুলাই ৩১, ২০২৪ ৮:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

সাজিদুর রহমান :

মানবতার কল্যাণে, বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশু কিশোরদের জন্য বিশেষ করে যারা অন্ধ, বোবা, কানে শুনে না, তাদের কল্যাণে অর্থ সংগ্রহর লক্ষ্যে বিলেতের স্বনামধন্য চ্যারেটি সংস্থা ইস্টহ্যান্ডস ইন্টারন্যাশনাল চ্যারিটির ৩য় ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্প্রতি রেডব্রিজ স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত হয়েছে । লন্ডন ছাড়াও বৃটেনের বিবিন্ন শহর থেকে প্রায় ২২০ জন খেলোয়াড় এই খেলায় অংশ গ্রহণ করেন ।

বিলেতের ইতিহাসে অন্যতম এই বৃহত্তর টুর্নামেন্ট গত ২১জুলাই রবিবা সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠানিকভাবে শুরু হয়। ইস্টহ্যান্ডস ইন্টারন্যাশনাল চ্যারিটির চেয়ারম্যান বিশিষ্ট ক্রীড়াবিদ ও সমাজসেবক সাংবাদিক নবাব উদ্দিন টুর্নামেন্ট উদ্বোধন করেন । তিনি বলেন বিশ্বব্যাপী আর্ত মানবতার সেবা ও ব্রিটেনের লোকাল কমিউনিটি ডেভেলপমেন্টের উদ্দেশ্যে ২০২০ সালে ইস্টহ্যান্ডস চ্যারিটি যাত্রা শুরু করে । সবার সহযোগিতায় অল্পদিনের ব্যবধানে ইতিমধ্যে অনেকগুলো প্রজেক্ট বাস্তবায়ন করা সম্ভব হয়েছে ।আগামিতে সিলেটে একটি মাল্টিপারপাস সেন্টার তৈরির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তার মধ্যে অন্যতম একটি আজকের ব্যাডমিন্টন টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হবে । কমিউনিটির সর্বস্তরের মানুষের সহযোগিতায় স্পেশাল নিডস বাচ্চাদের জন্য ইতোমধ্যে বাংলাদেশে বড় পরিসরে একটি স্থায়ী প্রকল্প হাতে নেয়া হয়েছে, তা বাস্তবায়নে সবার আর্থিক সহযোগিতার প্রয়োজন।এই প্রজেক্টের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বিলেতের সবার পরিচিত মুখ সাংবাদিক ও ক্রীড়া পৃষ্ঠপোষক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল ও বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়ামোদী মাহিদ চৌধুরী, বাবলুল হক, আ স ম মাসুম ও সাবেক কাউন্সিলর আতাউর রহমান । তাদের নেতৃত্বেই ব্যাডমিন্টন প্রতিযোগিতার মাধ্যমে সংগৃহীত অর্থ বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশু কিশোরদের জন্য বিশেষ করে যারা অন্ধ, বোবা, কানে শুনে না তাদের কল্যাণে এই অর্থ এই প্রকল্পে ব্যয় করা হবে।

যারা ইষ্টহ্যান্ডস ব্যাডমিণ্টন টুর্নামেণ্ট বিজয়ী হয়েছেন তারা হলেনঃ
ক্যাটাগরি এ : শামীম ও উইলিয়াম, রানার-আপ: জুয়েল ও আবিদ এবং তৃতীয় স্থান: মাকবুল ও ওলি।
ক্যাটাগরি সি : রিবু ও রিয়াদ। রানার-আপ: জুবায়ের ও আলিম এবং তৃতীয় স্থান: আল-আমিন ও জেইন
ক্যাটাগরি ডি : আলি ও সুমন, রানার-আপ: ইমতিয়াজ ও ইলিয়াস এবং তৃতীয় স্থান: মুকিত ও রাহাত
বিশেষ ক্যাটাগরি – উইনার: এহিয়া ও নুমান, রানার-আপ: জামাল খান ও বেলাল এবং তৃতীয় স্থান: বাবলুল হক ও মো. জাহেদি ক্যারল।
বিজয়ীদের হাতে ট্রফি ও নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামি সানাউল্লাহ, সিইও ট্রাভেলিঙ্ক ওয়ার্ল্ডওয়াইড, তোফাজ্জল মিয়া, এন্টারপ্রোনার এবং ডিরেক্টর অব কারপ্ল্যানেট, এম এ মুনিম সালিক, শেফ অনলাইন, কাউন্সিলর হারুন, সাবেক মেয়র ও কাউন্সিলর জুৎসনা ইসলাম, মো. দেলোয়ার হুসেন, জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ সেন্টার, ইমামুল ইসলাম, বিশ্ববিদ্যালয় লেকচারার, আলি মো. জাকারিয়া, চেয়ারম্যান, গ্র্যান্ড সিলেট হোটেল, এম এ রহিম, ব্যাংক অব এশিয়া আব্দুর রহমান, মো. আখতার মো. বদরুজ্জামান, ড. রুহাব উদ্দিন প্রমুখ।

আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ ও সমাজসেবক, ইস্টহ্যান্ডস ইন্টারন্যাশনাল চ্যারিটির চেয়ারম্যান সাংবাদিক নবাব উদ্দিন, সিইও আ স ম মাসুম, ট্রাস্টি ও উপদেষ্টা বাবলুল হক, ট্রাস্টি ও উপদেষ্টা
সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, ব্যাডমিন্টন টুর্নামেণ্ট ইনচার্জ সাবেক কাউন্সিলর আতাউর রহমান, ব্যাডমিন্টন কো-অর্ডিনেটর ফখরুল ইসলাম, লন্ডন বাংলা প্রেসক্লাবের ট্রেজারার সালেহ আহমদ, সাংবাদিক বিশ্বজিৎ, ফুটবল কো-অর্ডিনেটর সাংবাদিক আহাদ চৌধুরি বাবু, নাছির উদ্দীন, টুর্নামেন্ট ইনচার্জ মাহিদ চৌধুরী – সিনিয়র ব্যাডমিন্টন কো-অর্ডিনেটর ফকরুল ইসলাম, ব্যাডমিন্টন কো-অর্ডিনেটর হাবিব রহমান। স্বেচ্ছাসেবক জামাল খান, মো. ইমন, শামসুল হক এহিয়া, ব্যাডমিন্টন কোচ সুহান খান, মো. নাসির, স্বেচ্ছাসেবক ও ফটোগ্রাফার নাহিদ জাইগিরদার, আব্দুস শাহিদ মহসিন, গোলাম মোহাম্মদ কিনু, জুনিয়র কিনু প্রমুখ।

উল্লেখ, ২০২০ সালে আর্ত মানবতার সেবায় ও মানবতার কল্যাণে বিশ্বব্যাপী কাজ করার লক্ষে ইস্টহ্যান্ডস চ্যারিটি সংস্থা যাত্রা শুরু করেছে । এই চ্যারিটির যাত্রা শুরুর পরই বিশ্বব্যাপী করোনা মহামারী ছড়িয়ে পড়ে । ইস্টহ্যান্ডস এই বৈশ্বিক সমস্যার মধ্যেও তাদের কার্যক্রম চালিয়েছে অবিরাম।

ইষ্টহ্যান্ডস গত সাড়ে চার বছরে ব্রিটেন, বাংলাদেশ, আফ্রিকা ও ইউরোপে নানা কার্যক্রম সফলতার সাথে অব্যাহত রেখেছে। যার মধ্যে উল্লেখযোগ্য ব্রিটেনে কোভিডকালীন ফুডব্যাংক পরিচালনা, বাংলাদেশী কমিউনিটিতে কোভিড সচেতনতা ক্যাম্পেইন পরিচালনা, গরিব অসহায় অসুস্থ রোগীদের প্রাথমিক চিকিৎসা প্রদান। এছাড়া রমজানে হোমলেস ও ভিন্ন ধর্মের মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ, নিউ ইয়ারে হোমলেসদের গরম খাবার বিতরণ ইত্যাদি ।

একই সময়ে বাংলাদেশে রমজান, ঈদ, বন্যা, হাউজিং প্রজেক্টে ইস্টহ্যান্ডস নানা কার্যক্রম পরিচালনা করেছে। সেই সাথে বাংলাদেশে সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী ও বরিশালে শ্রবণ প্রতিবন্ধীদের জন্য পরিচালিত দুটি প্রতিষ্ঠানে ইস্টহ্যান্ডস নিয়মিত কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বিভিন্ন এলাকায় গভীর নলকূপ স্থাপন করা হয়েছে ইষ্ট হ্যান্ডসের মাধ্যমে। সুনামগঞ্জের শাল্লায় সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের জন্য গভীর নলকূপ স্থাপন করে এই চ্যারিটি সংস্থাটি।

পূর্ব আফ্রিকার খরাপীড়িত সোমালিল্যান্ডে নিরাপদ পানির জন্য একাধিক পানির ট্যাংক প্রতিস্থাপন করার প্রজেক্টও সফলভাবে সম্পন্ন করে চ্যারিটি সংস্থাটি। ইতোমধ্যে ইস্টহ্যান্ডস চ্যারিটি সংস্থার মাধ্যমে গত বছর যতগুলো কার্যক্রম সম্পন্ন করা হয়েছে তা আমাদের প্রকাশিত নিউজ লেটারে বিস্তারিত লিপিবদ্ধ করা হয়েছে, আপনাদের সামনে আজ তা উপস্থাপন করা হয়েছে। ইস্টহ্যান্ডসের সাথে সংশ্লিষ্ট সবাই সংবাদকর্মী হওয়ায় শুরু থেকেই সাংবাদিকদের সহযোগিতা ছিলো অভাবনীয়। স্থানীয় ও আন্তর্জাতিক ভাবে নিয়মিত প্রচার প্রচারণায় এই অল্প সময়ের মধ্যেই ইস্টহ্যান্ডস ব্রিটেনে বাংলাদেশী কমিউনিটিতে আস্থার নাম হিসাবে পরিচিতি পেয়েছে। ইস্টহ্যান্ডস গত সাড়ে তিন বছরের যেভাবে কমিউনিটির বিভিন্ন পর্যায়ে সহযোগিতা পেয়েছে তেমনি ব্রিটিশ মূলধারার অন্যান্য কমিউনিটিরও সহযোগিতা পেয়েছে। ইস্টহ্যান্ডসের ডোনারদের মধ্যে প্রায় ৫০ শতাংশই শ্বেতাঙ্গ ও অন্যান্য এথনিক কমিউনিটির মানুষ।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।