জগন্নাথপুর টাইমসশনিবার , ৩ আগস্ট ২০২৪, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

ছাত্র গণহত্যার প্রতিবাদে যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ সমাবেশ

Jagannathpur Times Uk
আগস্ট ৩, ২০২৪ ৭:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

এস কে এম আশরাফুল হুদা :

বাংলাদেশে দূর্নীতি, গুম-খুন আর দুঃশাসনকে আড়াল করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে  আইন শৃঙ্খলাবাহিনী, ছাত্রলীগ এবং সরকার দলীয় বাহিনী কর্তৃক নিরীহ শিক্ষার্থীদের পৈশাচিকভাবে গণহত্যা ও কয়েক হাজার শিক্ষার্থীকে গুরুতর আহত, বিরোধী মতের নেতা-কর্মীদের উপর অব্যাহত নিপীড়ণ, নির্যাতন চালিয়ে যাচ্ছে। দল মত নির্বিশেষে সারা বিশ্বে ছাত্রসমাজসহ সাধারণ জনগণ আজ বাংলাদেশে ছাত্র গণহত্যার প্রতিবাদে সোচ্চার। অবিলম্বে এই বর্বরোচিত গণহত্যার বিচারের জন্য আন্তর্জাতিক তদন্ত কমিশনের গঠনের জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহব্বান জানান। ছাত্র গণহত্যার প্রতিবাদে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে গত ২৯ জুলাই লন্ডনে ১০ ডাউনিং স্ট্রীট এর সামনে বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেছেন।

বিএনপি চেয়ারপার্সনের  উপদেষ্টা ও যুক্তরাজ্যে বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক  কয়ছর এম আহমেদ এর পরিচালনায় অনুস্টিত বিক্ষোভ সমাবেশে দুপুর ১:০০ টা থেকে খণ্ড খণ্ড মিছিল সহকারে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও প্রবাসী বাংলাদেশী কমিউনিটির সহস্রাধিক বিক্ষোভকারীরা হাতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে ছাত্র গণহত্যার প্রতিবাদ ও বিচারের দাবীতে স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, টাওয়ার হেমলেট কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলার অহিদ আহমেদ, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি মুজিবুর রহমান মুজিব, আলহাজ্ব তৈমুছ আলী, উপদেষ্টা আব্দুল হামিদ চৌধুরী, ১ম সদস্য শরিফুজ্জামান চৌধুরী তপন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি আশিকুর রহমান আশিক, যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি গোলাম রাব্বানী সোহেল, তাজুল ইসলাম, আব্দুস সাত্তার, আতিকুর রহমান চৌধুরী পাপ্পু, আবেদ রাজা, এম এ  মুকিত, উপদেষ্টা আলহাজ্ব সাদিক মিয়া, সাবেক সহসভাপতি আক্তার হোসেন, এম এ রউফ,  সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, খসরুজ্জামান খসরু, ডক্টর মুজিবুর রহমান (দপ্তরের দায়িত্বে), আজমল চৌধুরী জাবেদ, হাসনাত কবির খান রিপন, যুক্তরাজ্য যুবদলের সাবেক আহ্বায়ক দেওয়ান মোকাদ্দিম চৌধুরী নিয়াজ, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নাসিম আহমেদ চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন, ঢাকা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন টিপু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ১ম সদস্য মোখলেসুর রহমান মোখলেস, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সদস্য শামসুর রহমান মাহতাব, ফখরুল ইসলাম বাদল, এস এম  এম এ সালাম, সাবেক ছাত্রদল নেতা তোফায়েল বাসিত তপু, যুক্তরাজ্য বিএনপির সহ সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, আসাদুজ্জামান আহমেদ, আব্দুল বাসিত বাদশা, সালেহ আহমদ জিলান, নাজিমুল ইসলাম লিটন, কে আর জসিম, এডভোকেট খলিলুর রহমান, সেলিম আহমেদ (সহ দপ্তরের দায়িত্বে), কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ( যুগ্ম সম্পাদক পদ মর্যাদা) ও যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক( সহসভাপতি পদ মর্যাদা) ও যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন, যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ, মোশাহিদ আলী তালুকদার, প্রচার সম্পাদক ডালিয়া লাকুরিয়া, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক সম্পাদক এনামুল হক লিটন, কেন্দ্রীয় যুবদলের সাবেক নির্বাহী সদস্য ও যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, কেন্দ্রীয় কেন্দ্রীয় যুবদলের সাবেক নির্বাহী সদস্য বাবর চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের নির্বাহী সদস্য এ জে লিমন, স্বেচ্ছাসেবক দলের নির্বাহী সদস্য দেলোয়ার হোসেন শাহিন, আইনজীবী ফোরামের সভাপতি বারিস্টার আবুল মনসুর শাহজাহান, সাধারণ সম্পাদক হামিদুল হক লিটন আফিন্দী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুক্তরাজ্য জাসাসের সাবেক সভাপতি এমাদুর রহমান এমাদ, সাবেক সাধারণ সম্পাদক তাজবির চৌধুরী শিমুল প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।