সাজিদুর রহমান :
পূর্ব লন্ডনে বিএনপি ও আওয়ামীলীগের মুখোমুখি অবস্থান, কর্মীদের উত্তপ্ত বাক্য বিনিময়। বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতির কারণে বড় ধরণের রাজনৈতিক অঘটন থেকে বেঁচে গেলেন বলছিলেন শহীদ মিনারে আসা অনেকেই।
১৯৭৫ সালের ১৫ আগস্ট তারিখে বাংলাদেশ ও স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়। দিনটিকে স্মরণীয় করে রাখতে এ দিবসের উৎপত্তি । বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকে।
যুক্তরাজ্য আওয়ামীলীগ সেই ধারাবাহিকতায় দিনটি পালন করতে বৃহস্পতিবার শান্তিপূর্ণ সমাবেশের ডাক দিয়েছিল পূর্বলন্ডনর আলতাব আলী পার্কের শহীদ মিনার প্রাঙ্গণে। তাতেই রাজনৈতিক অশান্ত হয়ে পূর্ব লন্ডনের বাঙালি পাড়া । এতে রাজনৈতিক উত্তপ্ত হয়ে উঠে আলতাব আলী পার্কের আশে পাশের এলাকাগুলোতে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার প্রাঙ্গণে যুক্তরাজ্য আওয়ামীলীগের উদ্যোগে সভাপতি সুলতান শরীফের সভাপতিত্বে ও সেক্রেটারী সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় শোকার্ত হৃদয়ে শ্রদ্ধা জানাতে ও ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালনে, আওয়ামীলীগকে ঘুরে দাঁড়ানোর দৃপ্ত শপতে সমাবেশ চলাকালে পার্কের অন্যপ্রান্ত থেকে শ্লোগান সহকারে প্রবেশ করতে থাকে বিএনপি ও অন্য সংগঠনের নেতাকর্মীরা। রাজনৈতিক উত্তপ্ত হয়ে উঠলে বিকেল ৪ টা থেকে ৬ টা পর্যন্ত অতিরিক্ত ব্রিটিশ পুলিশ মোতায়েন করা হয় শহীদ মিনার ও আঁশ পাশের এলাকাগুলেতে।
বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতেও ভুয়া ভুয়া বলে বিএনপির কর্মীরা ডিম ছুরতে দেখা যায় আওয়ামীলীগ নেতৃবৃন্দের উপর। এতে উভয় পক্ষ উত্তপ্ত হতে দেখা যায়। আইনশৃঙ্খলা বাহিনী উভয়পক্ষকে শান্ত থাকতে ও শান্তিপূর্ণ সহাবস্থান করতে আহ্বান জানায়।
বিকেল ৫.৪৫ মিনিটে শহীদ মিনার থেকে ব্রিকলেনের দিকে বিশাল মিছিল সহকারে আওয়ামীলীগ ও অঙ্গসংঠনের নেতা-কর্মীদের শহীদমিনার ত্যাগ করতে দেখা যায়।