জগন্নাথপুর টাইমসশুক্রবার , ১৬ আগস্ট ২০২৪, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনে সাংবাদিক ও সংস্কৃতিকর্মীদের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত

Jagannathpur Times Uk
আগস্ট ১৬, ২০২৪ ২:৪২ অপরাহ্ণ
Link Copied!

মুহাম্মদ সালেহ আহমদ :

যুক্তরাজ্যে বসবাসরত সাংবাদিক ও সংস্কৃতিকর্মীদের উদ্যোগে পালিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী জাতীয় শোক দিবসের অনুষ্ঠান।

বৃহস্পতিবার (১৫আগষ্ট ) সন্ধ্যায় পূর্ব লন্ডনের কবি নজরুল সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেছেন,
কেউ চাইলেই ইতিহাস নিশ্চিহ্ন বা মুছে ফেলতে পারে না, যতবার মুছে ফেলার চেষ্টা হয়, ততবারই ইতিহাস তাঁর আপন মহিমা নিয়ে আবার ফিরে আসে।

এ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, প্রগতিশীল সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা গান, কবিতা ও আলোচনায় বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

সম্প্রতি রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে বাঙালির দীর্ঘ স্বাধীকার আন্দোলনের স্মৃতি ভান্ডার বঙ্গবন্ধুর ৩২ ধানমন্ডির বাড়ি পুড়িয়ে দেয়ার কথা বলতে গিয়ে শোক জমায়েতে উপস্থিত অনেকেই অশ্রুসজল হয়ে উঠেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাজ্যে বসবাসরত বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, দেওয়ান গৌস সুলতান।

গানে গানে বঙ্গবন্ধুকে স্মরণ করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মুক্তিযোদ্ধা হিমাংশু গুস্বামী।
অন্যতম উদ্যোক্তা সাংবাদিক জুয়েল রাজ, সাংবাদিক সাঈম চৌধুরী ও সংস্কৃতিকর্মী আমিনা আলীর পরিচালনায় অনুষ্ঠিত শোক জমায়েতের শুরুতেই বঙ্গবন্ধুসহ নিহত তাঁর পরিবার সদস্য, ৩রা নভেম্বর জেলের ভেতর নিহত জাতীয় নেতৃবৃন্দসহ ৭১ মহান মুক্তিযুদ্ধে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এরপর অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা আবৃত্তি করেন সাংবাদিক ও সংস্কৃতিকর্মী উর্মী মাজহার।

বক্তৃতা ও কবিতায় বঙ্গবন্ধুকে স্মরণ করেন বিবিসি ও ভয়েস অব আমেরিকার সাবেক সাংবাদিক শামীম চৌধুরী, প্রবীন সাংবাদিক হামিদ মোহাম্মদ, সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক সুজাত মনসুর, সত্যবাণী সম্পাদক সৈয়দ আনাস পাশা, বার্তা সম্পাদক নিলুফা ইয়াসমিন, সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, সালেহ আহমেদ, সংস্কৃতিকর্মী শাহাব আহমেদ বাচ্চু, জেসমিন চৌধুরী, রুমি হক, নাজনিন সুলতানা শিখা, সুমন দেবনাথ ও সাংবাদিক মিজানুর রহমান মীরু প্রমূখ।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।