জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ২০ আগস্ট ২০২৪, ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু জাদুঘর হামলার প্রতিবাদ জানিয়েছে ৭ মার্চ ফাউন্ডেশন 

Jagannathpur Times Uk
আগস্ট ২০, ২০২৪ ৯:১০ পূর্বাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক:

বঙ্গবন্ধু জাদুঘর হামলার প্রতিবাদ জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক ৭ মার্চ ফাউন্ডেশন ।

৭ মার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান নূরউদ্দিন আহমেদ ও সেক্রেটারি আনসার আহমেদ উল্লাহ লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, জাদুঘরে রূপান্তরিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাবেক বাসভবনটি আমাদের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। বাড়িটি কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়। এটি এখন বাংলাদেশের সমগ্র জনগোষ্ঠীর একটি জাতীয় সম্পত্তি। ২০০৯ সালে, রাজউক (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) জাদুঘরটিকে জাতীয় ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করে।

যুক্তরাজ্য ভিত্তিক ৭ মার্চ ফাউন্ডেশন এক বিবৃতির মাধ্যমে নিন্দা জানিয়েছেন। তারা বলেন আমরা বিশ্বাস করি যে এই জাতীয় সম্পদের ধ্বংস বাঙালির বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য জ্ঞানের ফোয়ারা বন্ধ করার সমান। এটি আমাদের জাতীয় বীরের প্রতি সহনশীলতা এবং সম্মানের বোধ নিয়ে আমাদের তরুণদের বেড়ে ওঠার জন্য একটি খারাপ নজিরও স্থাপন করে।

এই কাজগুলোও জাতীয় ঐক্য ও সমঝোতার চেতনার সম্পূর্ণ পরিপন্থী যখন জাতির সবচেয়ে বেশি প্রয়োজন। আমরা দেশের অভ্যন্তরে এবং বিদেশে বাংলাদেশের সকল সচেতন নাগরিকের কাছে এই বিশুদ্ধ প্রতিহিংসামূলক কর্মকাণ্ডের কঠোরতম ভাষায় নিন্দা জানাই।

আমরা অবিলম্বে নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করছি, এই ঘৃণ্য অপরাধের অপরাধীদের বিচারের আওতায় আনুন, অবিলম্বে যাদুঘরের সম্পূর্ণ পুনরুদ্ধার শুরু করুন এবং টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসহ দেশের বঙ্গবন্ধু সম্পর্কিত সকল স্থান ও জাদুঘরের পূর্ণ সুরক্ষা ও সুরক্ষা নিশ্চিত করা। সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।