জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ২০ আগস্ট ২০২৪, ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের আনন্দ ভ্রমণ সম্পন্ন

Jagannathpur Times Uk
আগস্ট ২০, ২০২৪ ১০:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

মির্জা আবুল কাসেম :

জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের বার্ষিক বনভোজন আনন্দ ভ্রমণ এই বছর কেন্টের মার্গেট বীচে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি সংগঠনের সদস্য এবং তাদের পরিবারের প্রায় দুশতাধিক সদস্যের সক্রিয় উপস্থিতিতে এই আয়োজন সম্পন্ন হয়েছে।

সারাদিন ব্যাপী মার্গেট বীচে বিভিন্ন আনন্দময় কার্যক্রমে মেতে ওঠেন সবাই, যা বিকাল সাড়ে ছয়টায় লন্ডনের উদ্দেশ্যে রওনা দেওয়ার মধ্য দিয়ে সমাপ্ত হয়। আনন্দ ভ্রমণে অংশগ্রহণকারীদের জন্য ছিল নানা ধরনের খেলার আয়োজন। এর মধ্যে হাড়ি ভাংগা, মোরগের লড়াই, ফুটবল, দড়ি টানাটানি এবং বালিশ বদল ছিল উল্লেখযোগ্য।

তবে সবচেয়ে আকর্ষণীয় ছিল র‍্যাফেল ড্র, যেখানে প্রথম পুরস্কার হিসেবে একটি অত্যাধুনিক ল্যাপটপ, দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি এন্ড্রয়েড স্মার্টফোন এবং তৃতীয় পুরস্কার হিসেবে সামস্যাং এর একটি ট্যাবলেট প্রদান করা হয়। এসব ছাড়াও বিভিন্ন খেলায় বিজয়ীদের জন্য ছিল বিশেষ পুরস্কারের ব্যবস্থা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনের সাবেক সভাপতি ও ক্রয়ডন কাউন্সিলের মেয়র, জকিগঞ্জের কৃতি সন্তান শেরওয়ান চৌধুরী, তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সংবাদ বিজ্ঞপ্তি 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।