জগন্নাথপুর টাইমসরবিবার , ২৫ আগস্ট ২০২৪, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধানে ওসমানীনগরে মানবন্ধন

Jagannathpur Times Uk
আগস্ট ২৫, ২০২৪ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

 

জুবেল আহমদ সেকেল, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:

সিলেট-২ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর সন্ধানের দাবীতে ওসমানীনগরে মানববন্ধন করা হয়েছে।

রোববার (২৫ আগস্ট) বিকেলে ওসমানীনগর উপজেলা যুবদলের উদ্যোগে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের তাজপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মোটর সাইকেল, পিকআপ বাস ট্রাক যোগে করে মিছিলসহকারী মানববন্ধনে যোগদান করেন। মানববন্ধন শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।উপজেলা যুবদলের সভাপতি ফজল আহমদ জনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহবাবুল হোসেন আহবাবের সঞ্চালনায় বক্তব্য সমাবেশে রাখেন, সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, জেলা বিএনপি নেতা ফকরুল ইসলাম ফারুক, আব্দুল জলিল জিলু, উপজেলা বিএনপির সভাপতি ও দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজ মো: ফখর উদ্দিন, সিনিয়র সহ সভাপতি মোজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সহ সভাপতি আব্দুর রূপ আব্দুল, সাংগঠনিক সম্পাদ রায়হান আহমদ, উপজেলা যুবদল নেতা তাজুল ইসলাম, নুরুল ইসলাম রেজন, আবুল কালাম, সাইফুল ইসলাম, ছালিক মিয়া, কবির আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলী, কৃষক দলের সভাপতি বকুল আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক জুয়েব আহমদ।

সমাবেশে বক্তারা বলেন, আয়নাঘর থেকে অনেক লোক বেরিয়ে আসলেও কিন্তু এখনও আমাদের নেতা এম ইলিয়াস আলী ফিরে আসেননি।

এম ইলিয়াস আলীর এখন পর্যন্ত কোনো সন্ধানও পাওয়া যায়নি। আমাদের মূল উদ্দেশ্য এবং দাবি হলো এম ইলিয়াস আলীকে সুস্থ অবস্থায় ফেরত পাওয়া। এম ইলিয়াস আলীকে ফিরে পেতে হলে একটি সুশৃঙ্খলা নিয়মতন্ত্রীক অবস্থার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যেতে হবে। বর্তমান অন্তবর্তীকালীন সরকারের নিকট আমাদের দাবী অচিরেই আমাদের সিলেটের কোটি মানুষের নেতা এম ইলিয়াস আলী সুস্থ্য অবস্থায় ফেরত পেতে ব্যবস্থা গ্রহন করুন।

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।