নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ:
বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ভস্মীভূত হয়েছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মঙ্গলপুর বাজারের ১৭ দোকান।
স্থানীয়রা জানান, শনিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ব্যবসায়িক কাজ সেরে শনিবার রাতে বাড়ি ফিরে ব্যবসায়ীরা যখন ঘুমে আচ্ছন্ন ছিলেন। তখন হঠাৎ মধ্যরাতে সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনের লেলিহান শিখা মূহুর্তেই ছড়িয়ে পড়ে বাজারের দোকানগুলোতে। এতে মুদি ও জ্বালানি তেলসহ ১৭টি দোকান ভস্মীভূত হওয়াতে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে আনুমানিক ২ কোটি টাকা।
খবর পেয়ে আশেপাশের লোকজনের প্রাণপণ চেষ্টায় ঘণ্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে আসে।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার নেহের নিগার তনু বলেন, মঙ্গলপুর বাজারে আগুনে ভস্মীভূত হওয়া যাবতীয় ক্ষয়ক্ষতির তালিকা আমরা করেছি। উপজেলা প্রশাসন থেকে তাদেরকে যথাসাধ্য সহায়তা করা হবে।
স্থানীয় পান্ডারগাও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ বলেন, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দুই কোটি টাকার অধিক। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানান তিনি।