নিজস্ব প্রতিবেদক: বন্যার্তদের সহযোগিতায় সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি কলেজের প্রভাষক নিয়াজ আহমদ ভূঁইয়ার উদ্যোগে ও কলেজ শিক্ষার্থীদের আয়োজনে সোমবার (২৬ আগষ্ট) থেকে তিন দিনব্যাপি গণত্রাণ সংগ্রহ কার্যক্রম শুরু হবে।
সোমবার থেকে আগামী বুধবার পর্যন্ত টানা তিন দিন এ কার্যক্রম চলমান থাকবে। কলেজ ক্যাম্পাসে প্রতিদিন কলেজ খোলা থাকা সময়কালীন এ কার্যক্রম চলমান থাকবে।
গণত্রাণ সংগ্রহে যা যা নেওয়া হবে:
১. আর্থিক অনুদান
২. খাদ্যদ্রব্য সামগ্রী: যেমন- শিশু খাদ্য, শুকনা খাবার, চাল-ডাল, সয়াবিন তেলসহ বিএসটিআই অনুমোদিত পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন ইত্যাদি।
৩. নতুন/পুরাতন ব্যাবহার যোগ্য কাপড় (অবশ্যই কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে নিয়ে আসতে হবে)।
বিষয়টি নিশ্চিত করে প্রভাষক নিয়াজ আহমদ ভূঁইয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম-কে বলেন, আমাদের দেশের সকল ক্রান্তিকালে সাধারণ শিক্ষার্থীদের ভূমিকা সব সময় অতুলনীয়। একমাত্র শিক্ষার্থীরাই পারে বিশ্বের মধ্যে আমাদের আগামীর বাংলাদেশকে একটি উন্নত ও আদর্শ দেশে হিসেবে পরিণত করতে।
শিক্ষার্থীদের যেকোন ভালো কাজের জন্য কলেজের শিক্ষকদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। সেই সাথে তিনি দেশের সকল অভিভাবক সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ কর্মসূচি বাস্তবায়নে কলেজের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ২৬ জন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবেন।