জগন্নাথপুর টাইমসবৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর ২০২৪, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

বৃটেনে সিটি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২৪ সম্পন্ন

Jagannathpur Times Uk
সেপ্টেম্বর ৫, ২০২৪ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

এস কে এম আশরাফুল হুদা :

বৃটেনে সিটি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২৪ সম্পন্ন হয়েছে। সম্প্রতি ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অব মৌলভীবাজার ইউকে এই টুর্নামেন্টের আয়োজন করে। বৃটেনের বিভিন্ন শহরের বারোটি দল নিয়ে এই জমজমাটা আসর অনুষ্ঠিত হয়। মূলত বৃটেনের বিভিন্ন শহরে বসবাসরত বৃটিশ-বাংলাদেশী খেলোয়াড়দের মধ্যে ভাতৃত্যের বন্ধনকে আরও সুদৃঢ় করা ও নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহি করার লক্ষ্য নিয়ে টুর্নামেন্টের আয়োজন করা হয়।

এতে বৃটেনের বাঙালি কমিউনিটির অনেক সুনামধন্য ক্রিকেটারদের সাথে বিভিন্ন দলের হয়ে অংশগ্রহণ করেন বাংলাদেশের জাতীয় দলের সাবেক অধিনায়ক মো. আশরাফুল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, শামসুর রহমান শুভ, এনামুল হক জুনিয়র প্রমুখ।

গত ২১ অগাস্ট বার্মিংহামে পেরি হল পার্ক মাঠে অনুষ্ঠিত হয় প্রথম পর্বের খেলা। ২৮ অগাস্ট লন্ডন চিজ উইকের কিংস হাউজ স্কুল স্পোর্টস গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় সেমিফাইনাল এবং ফাইনাল। অত্যন্ত প্রতিদ্বন্দিতাপূর্ণ এই টুর্নামেন্টে এসএক্স নিও ক্রিকেট দল, বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় শামসুর রহমান শুভর অনবদ্য অপরাজিত ১০২ রানের দৃষ্টিনন্দন ইনিংসের সুবাদে ম্যানচেস্টার চেহডারটন দলকে ৫৩ রানে পরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শামসুর রহমান শুভ উক্ত ম্যাচের প্লেয়ার অফ দ্যা ম্যাচ সহ টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও লাভ করেন। টুনামেন্টে সেরা বোলার নির্বাচিত হন নাজমুল ইসলাম। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলসমূহ এবং আগত অতিথিরা এই আয়োজনের ভুয়সি প্রশংসা করেন এবং এই ধরনের আয়োজন অব্যাহত রাখার জন্য আয়োজকদের অনুরোধ করেন।

ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অব মৌলভীবাজার ইউকের পক্ষে এই টুর্নামেন্টের সার্বিক আয়োজনের তত্বাবধানে ছিলেন আখলাসুল মুমিন, নোমান আহমদ দোয়েল, সাইয়েদ এলাহী পাপ্পু, রাসেল আহমদ, সাইয়েদ কারিম রুমেল, তোফায়েল হোসেন রিংকু ও কাইয়ুম খান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমেদ সবুজের প্রাণবন্ত উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিএএম ইউকের সভাপতি সালেহ আহমাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিএএম ইউকের প্রধান উপদেষ্টা মুরাদ আহমদ, উপদেষ্টা আব্দুল কাইয়ুম ফয়সাল, সাধারণ সম্পাদক সৈয়দ কারিম রুমেল, কোষাধ্যক্ষ রেজওয়ান রউফ,সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ কারিম সায়েম, সিনিয়র সদস্য জাকির হোসেন, হুমায়ুন রশিদ, তুয়েল খান, বিশিষ্ট ক্রিড়া সংগঠক এবং আম্পায়ার আহাদ আহমদ চৌধুরী এবং বিশিষ্ট ক্রিড়া সংগঠক জুয়েল আহমদ এবং আয়াজ করিম প্রমুখ।

অনুষ্ঠানে আয়োজকরা সিটি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের সাফল্যে সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, এবং আগামীতে আরও বৃহৎ আকারে সিটি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট আয়োজন করার অঙ্গীকার ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।