নিউজ ডেস্কঃ বঙ্গবাজারের ব্যবসায়ীদের দোকানের জামাকাপড় সব পুড়ে ছাই হয়ে গেছে। ছাইচাপা আগুন থেকে ধোঁয়া উড়ছে। ট্রাকে করে সরানো হচ্ছে পোড়াস্তূপ। তাদের মধ্যে কিছু ব্যবসায়ী রাস্তাতেই ‘শেষ সম্বল’ নিয়ে বসেছেন। অনেকেই এগিয়ে এসে তাদের কিনছেন , বঙ্গবাজারের পার্শ্ববর্তী হানিফ ফ্লাইওভারের নিচে অস্থায়ীভাবে দোকান বসিয়েছেন অনেকে। প্লাস্টিকের বস্তা, চৌকি কিংবা টুল বিছিয়ে তারা পোশাক বিক্রি করছেন। এসব মালামালের অধিকাংশই বিভিন্ন কারখানায় ছিল। কিছু পোশাক আবার বঙ্গবাজারের সব মার্কেটে আগুন ছড়িয়ে যাওয়ার আগেই বের করতে পেরেছিলেন কেউ কেউ। তবে তা সামান্য। এখন এই শেষ সম্বল বিক্রি করে ঈদের আগে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন এসব বঙ্গবাজারের ব্যবসায়ীরা। তা কী সম্ভব হবে !
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।