জগন্নাথপুর টাইমসরবিবার , ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

কবি  মোস্তাফা আহমেদ এর ডক্টরেট ডিগ্রি লাভ

Jagannathpur Times Uk
সেপ্টেম্বর ১৫, ২০২৪ ৭:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

মুহাম্মদ সালেহ আহমেদ :

মানচেষ্টারের বিশিষ্ট কমিউনিটি নেতা, সাংবাদিক ও কবি  মোস্তাফা আহমেদ মোশতাক  সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন।

প্রি-টারশিয়ারি অ্যান্ড হায়ার এডুকেশন (QAHE)-এর সাথে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর কোয়ালিটি অ্যাসিউরেন্সের সহযোগিতায় আমেরিকান ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস দ্বারা কমিউনিটি ডেভোলাপমেন্ট এবং পাবলিক সার্ভিসে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

সম্প্রতি তিনি আনুষ্টানিকভাবে এই সম্মননা সনদ গ্রহন করেন। মোস্তাফা আহমেদ মোশতাক একজন নিবেদিত প্রাণ কমিউনিটির নেতা, লেখক, গবেষক, শিক্ষাবিদ এবং জনসেবক। যার রয়েছে ৩০ বছরের বেশি কমিউনিটির কাজে অভিজ্ঞতা। কমিউনিটির উন্নয়নে, সামাজিক সংহতি প্রচারে এবং স্থানীয় বাসিন্দাদের পক্ষে সমর্থন করার ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। বিশেষ করে যুক্তরাজ্যের বাংলাদেশী কমিউনিটির মধ্যে ব্যক্তিজীবনের উন্নয়নে তার অটল অঙ্গীকারের জন্য তিনি পরিচিত। ইতিমধ্যে তিনি তার কাজে ব্যাপক স্বীকৃতি অর্জন করেছেন, এবং একজন সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে  নিজকে প্রতিষ্টিত করেছেন।

কমিউনিটির সাথে তার সম্পৃক্ততাঃ মোশতাক তার পুরো কর্মজীবনে, গবেষণা- বিশ্লেষণ, সংগঠন, যোগাযোগ এবং জনসাধারণের কথা বলার ক্ষেত্রে ব্যতিক্রমী দক্ষতা প্রদর্শন করেছেন। কমিউনিটির উন্নয়ন ও সমাজের সেবার মধ্য দিয়ে মোশতাক তার জীবন উৎসর্গ করেছেন। তার প্রচেষ্টা কেবল যুক্তরাজ্যে সীমাবদ্ধ নয়। দেশে বিদেশে ব্যাপকভাবে স্বীকৃত ।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।