জগন্নাথপুর টাইমসবৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সাউথ্যাম্পটনে বাংলাদেশিদের জাতীয় সঙ্গীত পরিবেশন, গণতন্ত্র ও আইনের শাসনের আহ্বান

Jagannathpur Times Uk
সেপ্টেম্বর ১৯, ২০২৪ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

এসকেএম আশরাফুল হুদা :

যুক্তরাজ্যের সাউথ্যাম্পটনে বাংলাদেশিদের জাতীয় সঙ্গীত পরিবেশন, গণতন্ত্র ও আইনের শাসনের আহ্বান জানানো হয়।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের সাউথ্যাম্পটন শহরের গিল্ডহল স্কোয়ারের সামনে বসবাসরত বাংলাদেশিরা একত্রিত হয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন।

এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রতি মুক্তিযুদ্ধবিরোধী, উগ্রপন্থী শক্তির বেআইনি কার্যকলাপ বন্ধ করার আহ্বান জানানো।

অংশগ্রহণকারীরা জোর দিয়ে বলেন যে, আইনের শাসন, গণতন্ত্র ও মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা জরুরি। তারা রাজনৈতিক নেতা ও সাংবাদিকদের যথাযথ প্রক্রিয়া ছাড়া হয়রানি ও অন্যায়ভাবে গ্রেপ্তার করার ঘটনাকে নিন্দা জানান। এছাড়াও, তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল চেতনা রক্ষার গুরুত্বের উপর জোর দেন।

সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- ড. সরওয়ার জামিল, একাডেমিক মতিউর রহমান, সামাজিক আন্দোলনের সংগঠক শামীম মিয়া, ব্যবসায়ী ও সমাজ-রাজনৈতিক সংগঠক।

এই সমাবেশে স্থানীয় কাউন্সিলর মি. স্টিভেন গ্যালটন, কনজারভেটিভ পার্টির শ্যাডো ক্যাবিনেট সদস্য, উপস্থিত ছিলেন এবং আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেন।

এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে তত্ত্বাবধায়ক সরকারের প্রতি শান্তি, গণতন্ত্র ও ন্যায়বিচার পুনঃপ্রতিষ্ঠার জন্য অবিলম্বে পদক্ষেপ গ্রহণের আহ্বানের মাধ্যমে। সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।