জগন্নাথপুর টাইমসশনিবার , ৮ এপ্রিল ২০২৩, ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশিসহ ভূমধ্যসাগরে ৪৪০ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার

Jagannathpur Times BD
এপ্রিল ৮, ২০২৩ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক :

ভূমধ্যসাগরে একটি মাছ ধরা নৌকা থেকে ৪৪০ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন। চার দিন ধরে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাটি সাগরে নিয়ন্ত্রণহীন ঘুরছিল।         প্রায় ১১ ঘণ্টার চেষ্টায় বুধবার, ৫ এপ্রিল তাঁদের মাল্টার আন্তর্জাতিক সমুদ্রসীমা থেকে ডক্টরস উইদআইট বর্ডার্স (এমএসএফ) নামের সংগঠন উদ্ধার করে। দ্য প্রিন্ট অনলাইন এ খবর জানিয়েছে।

বাংলাদেশি ছাড়াও নৌকাটিতে সিরিয়া, পাকিস্তান, মিসর, সোমালিয়া ও শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন। তাঁরা লিবিয়া থেকে ইউরোপের ইতালির উদ্দেশে রওনা করেন। ঠিক কতজন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে, তা জানা যায়নি। উদ্ধার হওয়াদের মধ্যে আট নারী ও ৩০টি শিশু রয়েছে।

এমএসএফের এক মুখপাত্র জানান, উদ্ধার হওয়া একজন পানিশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হেলিকপ্টারে মাল্টায় নেওয়া হয়। এ অভিবাসন প্রত্যাশীরা ১ এপ্রিল পূর্ব লিবিয়ার বেনগাজির কাছ থেকে যাত্রা করেন। চার দিন তাঁরা সাগরে অবস্থান করেছেন। এর মধ্যে শেষ দু’দিন ছিলেন না খেয়ে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।